shaista kha offer

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

bornomala bike

Ends in

00 : Day
00 : Hrs
00 : Min
00 Sec
Abu Jafar Abdullah books

follower

আবু জাফর আবদুল্লাহ

আবু জাফর আবদুল্লাহ ১৯৪৭ সালের ১৫ জুন ভােলা জেলার সদর উপজেলার চরশেফালী গ্রামে আবু জাফর আবদুল্লাহর জন্ম। পিতা মরহুম মৌঃ আবদুল কাদের, মাতা মরহুমা মাকসুদা খাতুন। শৈশব ও কৈশাের কেটেছে গ্রামীণ নৈসর্গিক পরিবেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সাহিত্যে অনার্সসহ এম.এ করেন ১৯৬৯ সালে। তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। ১৯৬৮ সালে বাংলা বিভাগ থেকে সদলবলে শিক্ষা সফরে তৎকালীন পশ্চিম পাকিস্তানে যান। আজাদ কাশ্মীর থেকে করাচি পর্যন্ত। সেখানকার উল্লেখযােগ্য স্থান পরিদর্শন করেন। ছােটবেলা থেকেই লেখার প্রতি তার ঝোক পরিলক্ষিত হয়। মাও কাব্যচর্চা করতেন। ষাটের দশট থেকে তিনি পুরােপুরিভাবে সাহিত্যচর্চায় মনােনিবেশ করেন। সে সময় থেকে বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা ছড়া, কবিতা, ছােট গল্পও ফিচার প্রকাশিত হতে থাকে। রােদ বৃষ্টি ভালােবাসা নদী ও নারী তার প্রিয়তর শব্দাবলী । মানবপ্রেম ও প্রকৃতি প্রেম তার লেখার মূল বিষয়। তবে যাপিত যুগ যন্ত্রণা তাকে ব্যথিত করে না এমন নয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরাইলী ও ইঙ্গ-মার্কিনীদের বর্বরতার করুণ চিত্রও তার লেখায় কম-বেশি উঠে এসেছে। কলকাতায় অনুষ্ঠিত বিশ্ব কবিতা উৎসব’এ একাধিকবার আমন্ত্রিত হয়ে স্বরচিত কবিতা পাঠে অংশ নিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছয়দফা, গণআন্দোলন ও গণঅভ্যুত্থানে সক্রিয় অংশ গ্রহণ করেন। আবু জাফর আবদুল্লাহ ১৯৭০ সালের শেষের দিকে তকালীন রেডিও পাকিস্তান রংপুর কেন্দ্রে অনুষ্ঠান। প্রযােজক হিসাবে প্রথম সরকারী চাকরিতে যােগদান করে ২০০৫ সালে পরিচালক হিসেবে বাংলাদেশ বেতার সদর দপ্তর থেকে অবসরে যান। এর আগে তিনি একটি বেসরকারি কলেজে অধ্যাপনা করেছেন। আবু জাফর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভূক্ত গীতিকার। আধুনিক, দেশাত্মবােধক, ছড়াগান, মারফতি ও বাংলা কাওয়ালী লিখে শ্রোতাদের ভূয়সী প্রশংসা অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র দুই ও কন্যার জনক। ছেলে। স্বাস্থ্য ক্যাডারে চাকরিরত অবস্থায় ২০১৩ সালে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দুই মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী নিয়ে বড় মেয়ে তথ্যমন্ত্রণালয়ে ও ছােট মেয়ে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। তার সহধর্মিনী প্রফেসর সেলিমা খাতুন রংপুর কারমাইকেল কলেজের অর্থনীতির বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। বর্তমানে আবু জাফর আবদুল্লাহ রংপুরে স্থায়ীভাবে বসবাস করে সাহিত্যচর্চার মাধ্যমে অবসর জীবন কাটাচ্ছেন।

আবু জাফর আবদুল্লাহ এর বই সমূহ

(Showing 1 to 11 of 11 items)

Recently Viewed