shaista kha offer

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

bornomala bike

Ends in

00 : Day
00 : Hrs
00 : Min
00 Sec
Runu Anjuman books

follower

রুনু আঞ্জুমান

আমি কবিতার মানুষ । চিরকাল কবিতাতেই নিমগ্ন থেকেছি। জীবনে যাদের কিবতার সাথে সম্পৃক্ত; কেউ কবিতা-লেখক, কেউ পাঠক, কেউ সমঝদার, কেউ সম্পাদক আবার কেউ প্রকাশক, বলতে গেলে প্রাযৌবন থেকে আজ অবধি এই একই বৃত্তে ঘুরপাক খেয়েছি। প্রকৃত কবিদেরকে শনাক্ত করতে কোনকালেই আমার বেগ পেতে হয়নি। কবি এবং অকবিদের পার্থক্য নিরুপনে সচেষ্ট থেকেছি বলেই অনেক সময় অনেকের বিরাগভাজন হয়েছি। এসব কথা থাক। যাকে নিয়ে আজ লিখতে বসেছি তার নাম রুনু আঞ্জুমান। আমি ওকে আদর করে আঙু’ বলে ডাকি। ওর সাথে প্রথম দেখাতে আমি অনেকটা হতচকিত হয়ে গিয়েছিলাম। মনে প্রশ্ন জেগেছিল এত আধুনিক মেয়ে কিভাবে কবিতার মত একটি অগােছালাে কষ্টকর বেদনাদায়ক জগৎকে আপনার করে নিলাে। কবিতার জন্য যে অন্তর্গত হাহাকার থাকা দরকার কিংবা আততায়ী সূর্যাস্তের মধ্যে বিপন্ন বসবাস শানিত করতে হয়-তা সে কিভাবে সম্পন্ন করবে? এরপর কিছুদিনের মধ্যে আমার ভুল ভেঙ্গে যায়। ওর কিছু কবিতা পেলেই পাঠ করি এবং সত্যি বরতে দ্বিধা নেই ওর। কবিতা-শরীর থেকে অজানা অচেনা সুগন্ধি লাভ করি।। রুনু আঞ্জুমান এ সময়ের কবি। কবিতার যাত্রা অনেক দীর্ঘ যাত্রা। কবিরা বর্তমানকে বুকে ধারণ করে সামনের দীর্ঘ স্বপ্নীল পাথ অতিক্রম করেন। আমার বিশ্বাস, একটি একান্ত জগতের বাসিন্দা রুনু আঞ্জুমান ওর অনাগত সময়টাকে দৃঢ়তার সাতে অতিক্রম করতে সক্ষম হবে। একজন কবির কাজ মানুষের হৃদয়ে স্বপ্ন এবং ভালােবাসার অগ্নি প্রজ্জ্বলিত করা। যথেচ্ছ মিথ্যার ভীড় থেকে শূন্যতার ওজন মাপতে মাপতে আঞ্জুমান ওর যথার্থ প্রশ্নের উত্তর খুঁজে পাবে এটাই আমার প্রত্যাশা। আঞ্জুমানের কবি-জীবন দীর্ঘায়িত হােক, সুন্দর এবং আলােময় হােক ওর ভবিষ্যৎ। ফজল শাহাবুদ্দীন ২২/০৪/২০১৪

রুনু আঞ্জুমান এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed