Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

bornomala bike

Starts in

00 : Day
00 : Hrs
00 : Min
00 Sec
Kaysar Ahmed Dulal books

follower

কায়সার আহমেদ দুলাল

কায়সার আহমেদ দুলাল পলিমাটির মানুষের জীবন-বােধ ও মুক্তিযুদ্ধের চেতনালব্ধ একজন মুক্ত মনের মানুষ। ১৯৬০ সালের ৯ জুলাই উপকূলীয় জনপদ ভােলা জেলার চরফ্যাসন উপজেলার আমিনাবাদ গ্রামে তাঁর জন্ম। পিতা আবদুস ছােবহান মিয়া সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক এবং মা হালিমা খাতুন ছিলেন গ্রামীণ জীবনে বিশ্বাসী সাদা মনের মানুষ। পিতা-মাতা এবং বােনদের একান্ত সান্নিধ্যে তার বেড়ে ওঠা। পিতার ইচ্ছায় তিনি বাংলা সাহিত্যে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে ১৯৮৭ সালে চরফ্যাসন সরকারি কলেজের বাংলা বিষয়ে অধ্যাপনা শুরু করেন। ছাত্র জীবন থেকেই সাংবাদিকতা এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। ১৯৯১ সালে জননেতা অধ্যক্ষ এম, এম, নজরুল ইসলাম প্রতিষ্ঠিত সাপ্তাহিক উপকূল পত্রিকায় দীর্ঘদিন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবনে কবি আহসান হাবীব, কবি শামসুর রাহমান, কবি সুফিয়া কামাল, কবি আসাদ চৌধুরী, কবি নাসির আহমেদ, কবি হাসান মাহমুদ। এবং কথা সাহিত্যক হুমায়ুন আহমেদ ও লেখক অধ্যাপক নিরঞ্জন অধিকারী এর সান্নিধ্য পেয়েছেন। তাঁদের অনেককে নিয়ে লেখা বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। ব্যক্তি জীবনে তিনি অনেকটাই প্রচার বিমুখ কায়সার আহমেদ দুলাল রচিত ‘ঝড় ও জীবন’, ‘লাল সূর্যের নিচে', 'বেড়ীর পাড়ের মানুষ, তারই প্রতিষ্ঠিত নাট্য সংগঠন মালঞ্চ নাট্যম কর্তৃক একাধিকবার মধ্বস্ত হয়। তাঁর লেখা কাব্যগ্রন্থ- ‘হৃদয়ের জলছপি’, ‘কোরক মুক্তির যন্ত্রণা', "বিষগ্ন পাথর', 'আশার অরুণ আলাে ২০১৯ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। লােক সাহিত্যের উপর লেখা ‘পলিমাটির পদবাচ্য, চরফ্যাসনে মুক্তিযুদ্ধ’, ‘বঙ্গবন্ধু বাংলার অবয়ব', 'উপকূল সম্পাদকীয়, দুটি উপন্যাসসহ বেশ কিছু গ্রন্থ রয়েছে যা অতি শিঘ্রই প্রকাশিত হবে। কায়সার আহমেদ দুলাল চরফ্যাসন প্রেস ক্লাবের একটানা পাঁচ বছর সভাপতি ছিলেন। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় একাধিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িয়ে রয়েছেন নিবিড়ভাবে। সাহিত্য, শিক্ষা এবং সমাজসেবার উপরে বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা পেয়েছেন। ২০০৯ সাল থেকে তিনি চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে। দায়িত্ব পালন করছেন।

কায়সার আহমেদ দুলাল এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed