Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abu Adel Muhammad Harun Hussain books

follower

আবু আদেল মুহাম্মাদ হারুন হুসাইন

শাইখ হারুন হুসাইন সিলেটের এক বিশিষ্ট আলেম পরিবারে জন্ম। বাবা-মার কাছেই পড়ালেখার হাতে খড়ি। তাজবীদের আহকামসহ বিশুদ্ধ কুরআন শিক্ষা বাবার কাছে। প্রাথমিক উর্দু ও ফারসি তাঁদের হাতেই। প্রখ্যাত আলেম ও মুহাদ্দিস আল্লামা মুহাম্মাদ আলী (রাহি) এর সান্নিধ্যে থেকে বাঁশবাড়ী তাহিরিয়া সালাফিয়া মাদরাসায় একটানা ৪ বছর আরবি ভাষা ও ফুনুনাতের বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ। সরকারি আলিয়া থেকে কামিল ও জাবি থেকে এম.এ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন। বিষেশতঃ কিং সউদ বিশ্ববিদ্যালয় রিয়াদ, সৌদি আরবের প্রাজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত শিক্ষক প্রশিক্ষণ কোর্স করে উচ্চতর ডিপ্লোমা' সনদ লাভ করেন। সৌদি আরবের খ্যাতনামা সালাফী শাইখদের কাছ থেকে তাওহীদ, হাদীস ও ফিক্হ বিষয়ে জ্ঞান লাভ করেন। আল্লামা আব্দুল আযীয বিন বায (রহ.), আল্লামা শায়খ মুহাম্মদ বিন সালেহ আল-উসাইমীন (রহঃ) ড. আল্লামা সালেহ ফাওযান আল ফাওযান (হাফিঃ) প্রমূখদের দারসে বসার সৌভাগ্য লাভ। তাছাড়া মুহাদ্দিস আল্লামা আবুল করিম আল-খোয়াইর, শাইখ আব্দুল মুহসিন আল-'উবাইকান, ড. শায়খ আহমদ আস-সাহলী, ড. আব্দুর রহমান আল-খুমাইস, ড. বদর বিন নাসের আল বদর ও প্রফেসর ড. ওসমান বিন আদম এর নিকট দীর্ঘমেয়াদী ইলমী কোর্স করেন। কর্মজীবনঃ একটি কওমী মাদ্রাসায় শিক্ষকতা। মাসিক আত-তাহরীক-এর সম্পাদনা সহকারী হিসেবে গোড়াপত্তন। ১৯৯৭ সালের শেষ দিকে সউদী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধিন তায়েফ ইসলামিক সেন্টার' এ একটানা ২০০৮ সাল পর্যন্ত অনুবাদ, গবেষণা ও দা'ঈ হিসেবে দায়িত্ব পালন। এ সময়ে মোট ২২ টি গ্রন্থ অনুবাদ ও রচনা। ২০০৯ সাল থেকে দেশে একটি প্রাইভেট মাদ্রাসার অধ্যক্ষ পদে চাকুরী। ২০১৩ সাল হতে ঢাকার অদূরে গাজীপুর মহানগরে “জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া" নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করে দারস ও তাদরীসে নিয়োজিত। 'সাপ্তাহিক আরাফাত গবেষণা পত্রিকার নির্বাহী সম্পাদক পদে কর্মরত। পিস টিভি বাংলাসহ বিভিন্ন টিভি চ্যানেলে ইসলামী আলোচনা ও সাবলিল উপস্থাপা বাংলাভাষী মানুষদের নিকট সমাদৃত হয়েছে। মহান আল্লাহ শাইখকে নেক হায়াত দিন এবং লিখনীর জগতে আরও বেশী খিদমত করার তাওফীক্ব দান করুন! আমীন!!

আবু আদেল মুহাম্মাদ হারুন হুসাইন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed