shaista kha offer

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

bornomala bike

Ends in

00 : Day
00 : Hrs
00 : Min
00 Sec
Dhali Arif books

follower

ঢালী আরিফ

ঢালী আরিফ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত হজরত খানবাহাদুর আহসান উল্লাহ (র.) এর পূর্ণ্যভূমি নলতা ইউনিয়নের সেহারা গ্রামে মোঃ আবুল হোসেন ও মর্জিনা খাতুনের সন্তান। তিনি ২০০২ সালে এস.এস.সি, ২০০৪ সালে, এইচ.এস.সি এবং ২০১০ সালে কৃতিত্বের সাথে স্নাতক পাশ করেন। ২০০৯ সালে ব্র্যাক ’সামাজিক উন্নয়ন কর্মসূচীতে’ কর্ম জীবন শুরু করলেও ২ বছর পর নিজ উদ্যোগে “হেল্প” নামক শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেন কিন্তু সেখানে তিনি ব্যর্থ হন। ২০১১-২০১৫ সালে সাতক্ষীরা জেলার সর্বপ্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও “রেডিও নলতা'য় হেড অব টেকনিক্যাল হিসেবে কর্মজীবন শুরু করেন। ৪ বছর সফলতার সাথে কাজ করে ২০১৫ সালের ১১ মে 'মিডিয়া' বিষয়ে পড়াশোনার জন্য মালয়েশিয়াতে পাড়ি জমান। বর্তমানে তিনি 'ক্রিয়েটিভ মিডিয়া' নিয়ে সেখানে পড়াশুনা চালিয়ে যাচ্ছেন। লেখক তার কর্মগুণে ২০১৪-২০১৫ সালে 'সার্ক কালচারাল সোসাইটি' পুরস্কার ও 'অগ্নিবীণা সাহিত্য সংসদ' পুরস্কারে ভূষিত হন। ২০১৭ সালে, ল্যাবে স্বর্ণ তৈরি, এন্টি-নিউক্লিয়ার ও টিভি দেখার মাধ্যমে দর্শকদের কর্মসংস্থান বিষয়ে কাজের জন্য এনটিভি ভিউয়ার্স ফোরাম (ভিএফএম) মালয়েশিয়া তাকে এনটিভি ভিএফএম আওয়ার্ড প্রদান করেন। ২০১৯ সালে মালয়েশিয়াতে অবস্থিত বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া’র তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে বিশেষ আবদান রাখায় তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রদূত মুহ. শহিদুল ইসলাম’র হাত থেকে সম্মানণা গ্রহণ করেন। ২০২০ সালে মিডিয়া উন্নয়নে অবদান রাখায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজ চ্যানেলের চেয়ারম্যান জনাব ইকবাল সোবহান চৌধুরীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন। এবং গত ৮ জানুয়ারি, শনিবার ২০২২, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ''রেড লাইভ-জ্যাশ এশিয়ান অ্যাওয়ার্ড-২০২১'' অনুষ্টানে বিজ্ঞান ভিত্তিক উদ্যোগ 'সার্চ ওয়ারে'র উদ্যোক্তা হিসেবে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্র মন্ত্রী, ইয়াং বারবাহগিয়া, তানশ্রী-দাতুশ্রী ড. সৈয়দ হামিদ আলবার'র হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন। বর্তমানে তিনি আইনস্টাইন, স্টিফেন হকিং, জাবীর ইবনে হাইয়ান সহ মুসলিম বিজ্ঞানীদের জীবনী, বিগ-ব্যাং, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ম্যাটার, এন্টি-ম্যাটার ও সুপ্রিম ম্যাটারের উপর সাইন্স এন্ড রিলিজিওন নিয়ে তার লক্ষ্য-উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন।

ঢালী আরিফ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed