shaista kha offer

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

bornomala bike

Ends in

00 : Day
00 : Hrs
00 : Min
00 Sec
Kazi Mahmudur Rahman books

follower

কাজী মাহমুদুর রহমান

জন্ম ১৯৪২ সালে যশোর জেলায়। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এম.এ. ডিগ্রি লাভ এবং ১৯৬৫ সালে তৎকালীন রেডিও পাকিস্তানে অনুষ্ঠান প্রযোজক হিসাবে যোগদান। বেতার অনুষ্ঠান প্রযোজনা, পান্ডুলিপি রচনা, সম্প্রচার ব্যবস্থাপনা ও প্রশিক্ষক প্রশিক্ষণ কৌশল সম্পর্কে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন করাচি, লন্ডন, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, বন ও কোলনে। তার রচিত ও প্রযোজিত বিজ্ঞান বিষয়ক বেতার অনুষ্ঠান 'ব্যালাড অব এ ফ্রগ' ১৯৮৪ সালে আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। বাংলাদেশ বেতারে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনসহ 'বেতার বাংলা' পত্রিকার সম্পাদক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ঊর্ধ্বতন প্রশিক্ষক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহিঃপ্রচার অনুবিভাগে পরিচালক হিসাবে কাজ করেছেন। বেতার, টেলিভিশনের জন্য অনেক নাটক লিখেছেন। পত্র- পত্রিকায় লিখেছেন কবিতা ও নানাবিধ গবেষনামূলক নিবন্ধ। প্রকাশিত গ্রন্থ-১২টি টেলিভিশন নাটকের সংকলন চাঁদপোকা ঘুন পোকা, মুক্তিযুদ্ধের সাতটি নাটক, তিন ভূবনের নাটক, বেতার বিষয়ক গবেষনামূলক গ্রন্থ বেতার কথা, বেতার স্মৃতি ইত্যাদি। মঞ্চ নাটক সাতজন যাত্রী, ইচ্ছে, অন্ধকার দরজায়, বধ্যভূমিতে শেষ দৃশ্য, বিজয়গাথা আরজ আলী সব বাউলের একতারাতে। কখনো কর্মসূত্রে কখনো ভ্রমণ শখে এশিয়া, ইউরোপ, কানাডা, আমেরিকার বিভিন্ন দেশ সফর করেছেন। ভ্রমণ কাহিনী "সাত টুকরো ভ্রমণ গল্প। "সৌদি সরকারের আমন্ত্রণে বাংলাদেশ বেতারের প্রতিনিধি হিসাবে ১৯৯৯ সালে পবিত্র হজ্জ পালনের সাথে সৌদি বেতার ও টেলিভিশন থেকে বিশ্বব্যাপী সম্প্রচারে ধারাভাষ্য প্রদান করেছেন। ১৯৯৯ সালে বাংলাদেশ বেতারের পরিচালক, অনুষ্ঠান হিসাবে সর্বশেষ দায়িত্ব পালনের পর বর্তমানে লেখালেখি নিয়ে তাঁর কর্মব্যস্ত জীবন যাপন। ঢাকা বেতার নাটকের ৭০তম বর্ষপূর্তি ০৯' উদ্যাপন উপলক্ষে বেতার নাট্যকার নাট্যশিল্পী সংসদ ২০১০ সালে তাঁকে আনুষ্ঠানিক ভাবে বিশেষ সম্মাননা প্রদান করেছে।

কাজী মাহমুদুর রহমান এর বই সমূহ

(Showing 1 to 17 of 17 items)

Recently Viewed