শিক্ষার্থীদের বিজ্ঞানের বুনিয়াদ বা Basic ঠিক করার জন্যে পঞ্চম শ্রেণি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিবেশবিজ্ঞান এবং জীব বিজ্ঞানের প্রাথমিক পাঠ এখান থেকেই শুরু হয়।
এই বিজ্ঞানবাক্সটি শুধুই যে বিজ্ঞান পড়া আনন্দময় করবে তাই না, আমাদের বিশ্বাস বিজ্ঞানকে ভালােবাসার শুরু হবে তার এখান থেকেই। আনন্দ নিয়ে বিজ্ঞান পড়া শিখে গেলে তার পরীক্ষার ফলাফল নিয়েও নির্ভাবনায় থাকা যাবে!
ক্লাস ৫ এর বিজ্ঞান বইয়ের সব অধ্যায় Practically শেখা যাবে
বাস্তুসংস্থান থেকে এসিড বৃষ্টি, পানিচক্র থেকে বায়ুশক্তি, ঋতুচক্র থেকে এ্যানালেমা, শেখার মত জিনিসের অভাব নেই পঞ্চম শ্রেণির বিজ্ঞান বইয়ে। শেখাটা পূর্ণতা পাবে যদি আমাদের সন্তান হাতে কলমে এক্সপেরিমেন্ট করে দেখার সুযােগ পায়!
সৃজনশীল যেকোন প্রশ্নের উত্তর দিতে পারবে নিমেষেই !
Practically করার ফলে, প্রতিটি চ্যাপ্টারের থিওরি সার্বিক ভাবে মাথায় ঢুকবে, তাই প্রশ্ন যেই এঙ্গেল থেকেই করা হোকনা কেন, চিন্তা করে উত্তর বের করে ফেলবে সহজেই ।
বিজ্ঞানে A চলে আসবে সহজেই!
এই বিজ্ঞানবাক্সটি শুধুই যে বিজ্ঞান পড়া আনন্দময় করবে তাই না, আমাদের বিশ্বাস বিজ্ঞানকে ভালােবাসার শুরু হবে তার এখান থেকেই। আনন্দ নিয়ে বিজ্ঞান পড়া শিখে গেলে তার পরীক্ষার ফলাফল নিয়েও নির্ভাবনায় থাকা যাবে!
৬০ কম্পোনেন্ট
সোলার সেল, জেনারেটর, উইন্ডমিল মডিউল, বাযার মডিউল, এলইড মডিউল, কার্বন, চারকোল সহ মোট ৬০ উপকরণ ।
সোলার প্যানেলের এক্সপেরিমেন্টটি দেখতে নীচের ভিডিওতে ক্লিক করুন
ওয়াটার ফিল্টারের এক্সপেরিমেন্টটি দেখতে নীচের ভিডিওতে ক্লিক করুন
ব্যারোমিটারের এক্সপেরিমেন্ট দেখতে নীচের ভিডিওতে ক্লিক করুন
এখানে কেবলমাত্র অল্প কিছু উদাহরণ দেয়া হলাে। এছাড়াও আছে বৃষ্টি পরিমাপক যন্ত্র তৈরি, লিটমাস পেপার, বাত-মােরগ, সৌর মডেল সহ মােট ২৮টি এক্সপেরিমেন্ট!প্রতিটি এক্সপেরিমেন্টই ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শিক্ষা আনন্দময় করবে এবং বিজ্ঞানকে তাদের প্রিয় বিষয়ে পরিণত করবে।
৫৫ পাতার মাল্টিকালার ম্যানুয়াল
কম্পোনেন্ট ব্যবহার করে এক্সপেরিমেন্ট করতে যেন কোন অসুবিধা না হয়ে সেজ্যনে রয়েছে প্রমাণ সাইজের মাল্টিকালার ম্যানুয়াল
কিছু কমন প্রশ্নের উত্তর-
ক্লাস ৫ বিজ্ঞানবাক্সটি কোন ক্লাসের বাচ্চার জন্যে উপযুক্ত ?
ক্লাস৫এর জন্যে সবচেয়ে ভাল হবে।
বাচ্চারা কি একা একা এক্সপেরিমেন্টগুলি করতে পারবে?
হ্যাঁ, সাথে ম্যানুয়াল বই দেখে বাচ্চারা খুব সহজেই এগুলি দেখে এক্সপেরিমেন্টগুলি করে ফেলতে পারবে।
তাছাড়া onnorokombigganbaksho ইউটিউব চ্যানেলে এক্সপেরিমেন্টগুলোর টিউটোরিয়াল দেয়া আছে।
তারপরেও সমস্যা হলে সাহায্যের জন্য ফোন করা যাবে বিজ্ঞানবাক্সের কাস্টমার কেয়ারে- ০১৮৪৭১০৩১০২-৩
একজন সচেতন অভিভাবক হিসাবে আপনি যে সব কারণে সন্তানের হাতে বিজ্ঞানবাক্স তুলে দিতে পারেন-
পড়াশোনায় ভাল করতেঃ
বিজ্ঞানবাক্স বাচ্চাদের মধ্যে প্রশ্ন করার প্রবণতা তৈরি করে। বিজ্ঞান বরাবরই আমাদের কাছে নীরস এবং কঠিন একটি বিষয় হিসেবে গণ্য হয়। আমরা অনেকেই বইয়ের সূত্র এবং উদাহরণগুলি মুখস্থ করে পড়ে এসেছি। আমাদের সন্তানেরা যেন তা না করে, তারা যেন আনন্দের সাথে বিজ্ঞান শিখতে পারে, এজন্যেই বিজ্ঞানবাক্স। নিজে নিজে এক্সপেরিমেন্টগুলি করার ফলে তার মধ্যে এক ধরণের আত্মবিশ্বাস তৈরি হবে, এবং সে বিজ্ঞানের সৌন্দর্য উপলব্ধি করতে সক্ষম হবে। তার কাছে তখন আর বিজ্ঞান মুখস্থ করার বিষয় মনে হবে না বরং বুঝে বুঝে পড়তে শিখবে যা সৃজনশীল শিক্ষাপদ্ধতিতে খুব সহায়ক হবে।
মেধা বিকাশেঃ
মেধার বিকাশ অনেকটাই চর্চার ব্যাপার। বিজ্ঞানবাক্স বাচ্চাদের চর্চার মধ্যে রাখে। তারা বইয়ে যে সূত্রগুলি পড়েছিলো, সেগুলি হাতেকলমে পরীক্ষা করে দেখার ফলে তাদের ভাবনার নতুন নতুন দুয়ার খুলে যায়, তারা হয়ে ওঠে অন্যদের চেয়ে আলাদা এবং অনন্য! এরকম একটি অন্যরকম মেধারী প্রজন্ম তৈরি করাই বিজ্ঞানবাক্সের উদ্দেশ্য।
ডিজিটাল আসক্তি দূর করতেঃ
আমাদের সমীক্ষায় দেখা গেছে বিজ্ঞানবাক্সের এক্সপেরিমেন্টগুলি বাচ্চাদের সায়েন্স এক্সপেরিমেন্ট করতে ব্যস্ত রাখছে, এবং তারা নতুন নতুন জিজ্ঞাসার সম্মুখীন হচ্ছে। এই জিজ্ঞাসাগুলির জবাব পেতে গিয়ে অনেকেই নতুন নতুন সায়েন্স প্রোজেক্ট তৈরি করে ফেলছে। বিভিন্ন সায়েন্স ফেয়ার বা ফেস্টিভ্যালে তারা এসব দেখিয়ে প্রশংসা এবং পুরস্কার পাচ্ছে। এ প্রক্রিয়ায় ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে তাদের মনোযোগ অনেকাংশে সরে যাচ্ছে।