৩৭৫ টাকায় মনের খোরাক (2 Products)

By: mahmudul hasan sadi 27 Jan 2019

 দেহের সুস্থতার জন্য হাসপাতালের প্রয়োজন আর মনের সুস্থতার জন্য দরকার লাইব্রেরি। আর লাইব্রেরীর মূল উপাদান হলো বই, আর একটি ভালো বই বাড়িয়ে মনের পরিধি। তাই আসুন জেনে নিই অমর একুশে বইমেলা শুরুর আগে কিভাবে মাত্র ৩৭৫ টাকা খরচ করে বাড়িয়ে নিবেন মানসিক উচ্ছলতা আর জানার পরিধি। বইগুলো পরিচয় করিয়ে দেয়ার আগে আসুন পরিচয় করিয়ে দুইজন মানুষের সাথে, যাদের একজকে আপনি চিনেন এবং আরেকজনকে চিনবেন তার লেখা  পড়তে পড়তে। একজন, আয়মান সাদিক, যিনি ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং আরেকজন, ক‍্যান্সার ও স্টেম সেলের  তিনি পিএইচডি করছেন অক্সফোর্ড বিশ্ববিদ‍্যালয়ে, তার নাম শামীর মোন্তাজিদ। অমর একুশে বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে তাদের ২ জনের লেখা বই, আয়মান সাদিকের বইটির নাম "ভাল্লাগে না '  এবং শামীর মোন্তাজিদের লেখা বইটির নাম "হাইজেনবার্গের গল্প" যারা দুজনেই অনলাইন শিক্ষক হিসেবে জনপ্রিয় এবং তারা জানেন কিভাব মনের ভিতর আলো জ্বালাতে হয় /

  • Sort By:

Recently Viewed