বিশ্ববরেণ্য কোটিপতিদের জীবন পাল্টে দেওয়া ৭টি বই (6 Products)

By: mahmudul hasan sadi 29 Jan 2019

বিশ্বের বেশিরভাগ সফল এবং ধনী মানুষদের একটা জায়গায় খুব মিল আছে, সেটা হলো তাঁরা প্রায় সবাই প্রচুর বই পড়েন। ওয়ারেন বাফেট একবার এক সাক্ষাতকারে বলেন তিনি তাঁর দিনের শতকরা ৮০ ভাগ সময় বই পড়ে ব্যয় করেন, প্রতিদিন প্রায় ৫০০ পাতা পড়েন তিনি। ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবারগ বছরে ৫০ এর অধিক বই পড়ে থাকেন। বিশ্ববরেণ্য কোটিপতিদের সাফল্যের পিছনে তাদের পড়া বিভিন্ন বইয়ের অবদান কোনো অংশে কম নয়। বিভিন্ন সাক্ষাতকারে এবং লেখায় তাঁরা তাদের পছন্দের এবং জীবন পাল্টে দেওয়া বেশ কিছু বইয়ের কথা উল্লেখ করেন।

  • Sort By:

Recently Viewed