shaista kha offer

My favourite books (2 Products)

By: TANVIR AHMED 15 Dec 2019

১০১) ক্রোমাটিনের যে অংশ কুন্ডলিত হয়ে থাকে তার নাম ইউক্রোমাটিন। ১০২)একটি আদর্শ ক্রোমোসোম এর গঠনে (ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার,বাহু, স্যাটেলাইট, ম্যাট্রিক্স, পেলিকল, প্রাইমারি কুঞ্চন,সেকেন্ডারি কুঞ্চন) ১০৩)ক্রোমোসোম এর বিভিন্ন উপাদান এর মধ্যে DNA এর শতকরা ভাগ-- ৪৫ভাগ। ১০৪)রাসায়নিকভাবে ক্রোমোসোম গঠন করা হয়(DNA, RNA, হিস্টোন ও নন হিস্টোন প্রোটিন) ১০৫) L = সাবসেন্ট্রিক, V=মেটাসেন্ট্রিক, J=এক্রোসেন্ট্রিক,I =টেলোসেন্ট্রিক। ১০৬)DNA এর কার্যকরী একক কে সিস্ট্রন বলে। ১০৭)শুধুমাত্র শুক্রাণুর ক্রোমোজোমে পাওয়া যায় ---প্রোটোমিন। ১০৮)DNA থাকে-- আদিকোষ, ক্লোরোপ্লাস্ট, ও মাইটোকন্ড্রিয়া তে। ১০৯)পলিসেন্ট্রিক ক্রোমোজোম পাওয়া যায়---কলাগাছ। ডাইসেন্ট্রিক--- গম মনো সেন্ট্রিক-- বেশিরভাগ প্রজাতিতে। ১১০)মানুষের বুড়িয়ে যাওয়া নিয়ন্ত্রন করে-- টেলোমিয়ার। ১১১)কোষ বিভাজনের উদ্দীপনা সৃষ্টিতে ভূমিকা রাখে --- নিউক্লিওপ্লাজমিক ইন্ডেক্স। ১১২)পাইরিমিডিন শ্রেণিভুক্ত --- থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। ডি এন এ --- এডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন আর এন এ--- ইউরাসিল। ১১৩)প্রতিটি নিউক্লিওটাইডে থাকে-- শর্করা, বেইস, ফসফেট। ১১৪)নিউক্লিওটাইড গঠন করে পাওয়া যায়-- নাইট্রোজেন গঠিত ক্ষারক, এক অণু পেন্টোজ স্যুগার, ফসফেট। ১১৫)একটি মনোনিউক্লিওটাইড এর দৈর্ঘ্য --- 3.4A. ১১৬)ডিএন এ ডাবল হেলিক্স মডেল এর প্রতিটি ঘূর্ণন এ ১০ জোড়া নিউক্লিওটাইড থাকে। ১১৭) এডেনিন থায়ামিনের সাথে যুক্ত থাকে--- দুটি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। ১১৮)ডি এন এ এর দ্বি সূত্রক মডেল আবিষ্কারের কৃতিত্বের জন্য নোবেল পুরষ্কার লাভ করেন ---- ওয়াটসন ও ক্রিক। ১১৯)ডি এন এ এর দ্বি সূত্রক যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে--- হাইড্রোজেন বন্ধন দ্বারা। ১২০)ডি এন এ এর আণবিক ওজন-- 10^6 ---10^9. ১২১) নিউক্লিক এসিডের মূল উপাদান -- পেন্টোজ স্যুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষারক , ফসফোরিক এসিড। ১২২) সব জীবনের ক্ষেত্রেই ডি এন এ চারটি রাসায়নিক ক্ষার গঠিত। ১২৩)DNA তে যে নাইট্রোজেনযুক্ত ক্ষারটি বিদ্যামান --- সাইটোসিন। ১২৪)নিউক্লিক এসিড থাইমাস থেকে প্রথম পৃথক করা হয়---থাইমিন। ১২৫)ডি এন এ প্রতিলিপন এর ধাপ -- রক্ষণশীল, অর্ধ রক্ষণশীল, বিচ্ছুরণ শী

  • Sort By:

Recently Viewed