ক্রিসমাস ডে বা বড়দিন বিষয়ক বই সমূহ (16 Products)

By: Md. Shazzadur Rahman 23 Dec 2019

ক্রিসমাস ডে হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব। উপহার আদান প্রদান, ক্রিসমাস ট্রি সাজানো, মিষ্টি বিতরণ আর অবশ্যই স্যন্তা ক্লজের অপেক্ষা করা হয় বড়দিনে। যেহেতু বাইবেলে যীশুর জন্মের কোন দিন ক্ষণ পাওয়া যায়নি। খ্রিস্টানদের বিশ্বাস মতে ২৫ শে ডিসেম্বর যীশুর জন্ম তারিখ ধরা হয়।তাদের কাছে বছরের সবচেয়ে বড় উৎসব হলো বড়দিন। বড়দিন বিষয়ক বই বা বই সমূহে এই সকল ঘটনা খুব ভালোভাবে উপস্থাপন করা হয়েছে।প্রায় দুই হাজার বছর আগে মেরির গর্ভে প্রবেশ করেছিলেন যীশু। মেরি ছিলেন একজন সৎ কাঠুরে যোসেফের বাগদত্তা।মেরির বিবাহের পূর্বেই স্বর্গদূত এসে মেরিকে একদিন জানান যে মানব জাতিকে সত্য এবং ন্যায়ের পথে পরিচালিত করার জন্য তাঁর গর্ভে আসছেন ঈশ্বরের পুত্র।এবং শিশুটির নাম যেন যীশু রাখা হয় সেই বিষয়েও নির্দেশ দেওয়া হয় মেরিকে। খ্রিস্টান সম্প্রদায় মনে করেন যেহেতু যীশু ঈশ্বর প্রদত্ত উপহা্র, ঈশ্বরের সন্তান, মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার আহ্বায়ক সেহেতু খ্রিস্টান ধর্মে যীশুর জন্মদিনকেই তারা বড়দিন হিসেবে পালন করে। আমরা অনেকেই হয়তো বড়দিন সম্পর্কে অল্প অল্প করে জানি কিন্তু বিস্তারিত ঘটনা জানার সুযোগ হয়নি। তাই বড়দিন সম্পর্কে বিস্তারিত সব ঘটনা জানতে পড়ে দেখতে পারেন বড়দিন বিষয়ক বই সমূহ।

  • Sort By:

Recently Viewed