শহীদ বুদ্ধিজীবী দিবস বিষয়ক বই সমূহ (21 Products)

By: Md. Shazzadur Rahman 23 Dec 2019

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৪ ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা বা আল-বদর বাহিনী মিলে বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের বেঁধে, ধরে বা ডেকে নিয়ে নির্যাতন করে এবং পরে হত্যা করে। এই সকল ঘটনা গুলো বিস্তারিত ভাবে ভাবে জানা যায় শহীদ বুদ্ধিজীবী বিষয়ক বই বা বই সমূহ থেকে। সমগ্র অবলম্বন হয়েছে বুদ্ধিজীবী হত্যার কাহিনী নিয়ে। পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকার বাহিনীরা ভেবেছিলেন বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে ফেললে বাংলাদেশ আর কখনো স্বাধীন হতে পারবে না।কিন্তু তাদের হয়তো এ কথা জানা ছিল না যে স্বাধীনতা বাঙ্গালির নেশা। বাঙ্গালি স্বাধীনতা অর্জন করেছে। বুদ্ধিজীবীদের হত্যা করে তারা আটকে রাখতে পারেনি স্বাধীনতার পথ।বুদ্ধিজীবী দিবস বিষয়ক তালিকায় যে বই গুলো রয়েছে সেগুলো পড়লে মনে হয় কেন আমিও একজন বুদ্ধিজীবী হলাম না? কেন শহীদ হয়ে বেঁচে থাকতে পারলাম না কোটি কোটি মানুষের মনে? শহীদ বুদ্ধিজীবী দিবস সমগ্র পড়লে ভেজ্ঞে পড়তে হয় শহীদ বুদ্ধিজীবী দিবস বিষয়ক বই সমূহ কান্নায়। মনে হয় যেন সেই দিনগুলোতেই ফিরে যাচ্ছি, সেই সকল মুহূর্ত গুলো খুব কাছে থেকে অনুভব করা যায়।

  • Sort By:

Recently Viewed