shaista kha offer

বড়দিন বিষয়ক বই এর তালিকা (লিস্ট) (16 Products)

By: Md. Shazzadur Rahman 24 Dec 2019

২৫ শে ডিসেম্বর বরদিন/ ক্রিসমাস ডে। এই দিনেই যীশু জন্মগ্রহন করেন। মেরির গর্ভ থেকে যীশুর জন্ম, যীশু ঈশ্বরের পুত্র। মেরি তখনও বিবাহ করেন নি এমন সময় হঠাৎ একদিন স্বর্গদূত মেরিকে এসে বলে ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বরের পক্ষ থেকে তার গর্ভে একটি সন্তান আসবে। এবং শিশুর নাম যেন যীশু রাখা হয় সেই নির্দেশনাও দেওয়া হয় মেরিকে।২৫ ডিসেম্বর মেরি জন্ম দেন ঈশ্বরের পুত্র যীশুর। এই ২৫ ডিসেম্বরকেই খ্রিস্টান সম্প্রদায় বড়দিন হিসেবে পালন করে। বড়দিন বিষয়ক এমন অনেক বই আছে সেই তালিকার বই গুলো থেকেই জানা যায় বড়দিনের বিস্তারিত ঘটনা। অনেকেরই আগ্রহ থাকে এই সকল বিষয়ে জানার যেমন বড়দিনে কি কি করা হয়? এটা খ্রিস্টানদের কেমন ধরনের উৎসব? এই ধরনের প্রশ্ন যদি থেকেই থাকে আপনার মনে, তাহলে বড়দিন বিষয়ক বই এর তালিকা বা লিস্ট এর মধ্যে যে বই গুলো রয়েছে সেগুলো পড়তে পারেন। বড়দিন খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে স্যন্তা ক্লজ সবার জন্য গিফট নিয়ে আসবে, শিশুরা এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, এটা তাদের জন্য খুব বড় একটা সারপ্রাইজ এবং এটা তাদের কাছে খুব আনন্দের ব্যাপার। শুধু তাই নয় ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর ভাবে সাজানো হয়। মিষ্টি বিতরণ করা হয়। একজন আরেকজনকে গিফট দেয় ইত্যাদি ইত্যাদি।

  • Sort By:

Recently Viewed