Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Sunilkumar Mukhapaddhay books

followers

সুনীলকুমার মুখোপাধ্যায়

অধ্যাপক ড. সুনীলকুমার মুখোপাধ্যায় ১৯২৯ সালের ১ মে, ফরিদপুর জেলার (বর্তমান শরীয়তপুর জেলা) দুলুখণ্ড গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে আইএ পরীক্ষায় দশম স্থান অধিকার এবং ১৯৫০ সালে ডিগ্রি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হন। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর পাশ করেন। কিছুকাল বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করার পর ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি ১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেন। জীবদ্দশায় তিনি মোট নয়টি গ্রন্থ ও বহু প্রবন্ধ রচনা করেছেন। ধ্রুপদী কাব্যকলা ও সাহিত্য গবেষণা এবং অনুবাদ সাহিত্যে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। জসীমউদদীন নামক গ্রন্থ প্রণয়নের জন্য তিনি ১৯৬৭ সালে 'দাউদ সাহিত্য পুরস্কার' এবং ২০০৩ সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক 'জসীমউদদীন গবেষণা পুরস্কার' (মরণোত্তর)-এ ভূষিত হন। অনুবাদ সাহিত্যে কৃতিত্বের স্বাক্ষর রাখায় ১৯৮১ সালে তিনি 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' লাভ করেন। একই বছর জসীমউদদীন: কবি মানস ও কাব্য সাধনা শীর্ষক গবেষণা সন্দর্ভের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ২০১০ সালে মরণোত্তর 'ফররুখ গবেষণা ফাউন্ডেশন পুরস্কার'-এ ভূষিত হন। তাঁর দুই কৃতী সন্তান অধ্যাপক তুহিন কুমার মুখোপাধ্যায় এবং অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় শিক্ষকতার পাশাপাশি নিয়মিত সাহিত্যচর্চা করে চলেছেন। অধ্যাপক মুখোপাধ্যায় ১৯৮৪ সালের ২৭ মে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।

সুনীলকুমার মুখোপাধ্যায় এর বই সমূহ

(Showing 1 to 7 of 7 items)

Recently Viewed