Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dilara Hafiz books

followers

দিলারা হাফিজ

কবি দিলারা হাফিজ ২০ নভেম্বর মানিকগঞ্জ জেলার গড়পাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা- বখশী হাফিজ উদ্দিন আহমেদ, মাতা- রহিমা হাফিজ। তিনি ঢাকা। বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি.এ (অনার্স) ও এম.এ করেছেন যথাক্রমে ১৯৭৮ ও ১৯৭৯ সালে। ১৯৮০ সালে ডিপ-ইন-এড-এ তিনি প্রথম শ্রেণি পান। ১৯৯৮ সালে তিনি পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.সি.এস. (শিক্ষা) ক্যাডারের অধীনে ১৯৮১ সালে টাঙ্গাইল সরকারি। কুমুদিনী কলেজে প্রভাষক হিসেবে তার চাকরি জীবনের শুরু । তিনি ইডেন মহিলা কলেজে চব্বিশ বছর, জগনাথ বিশ্ববিদ্যালয়ে এক বছর, সরকারি তিতুমীর কলেজে তিন বছর অধ্যাপনা করেছেন। তারপর, সরকারি মিরপুর বাঙলা কলেজে এক বছর, তিতুমীর কলেজে চার বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুনামের সঙ্গে। সর্বশেষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড ঢাকা-এর চেয়ারম্যান হিসেবে কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। মার্কিন কবি ক্যারােলাইন রাইট ও ভারতীয় বহু ভাষাবিদ। পন্ডিত শ্যাম সিং শশী নারী অধিকার সম্পর্কিত তার অনেক কবিতার অনুবাদ করেছেন। ১৯৮৩ সালে তিনি কবিতার জন্য “লা ফর্তিনা’ সম্মাননা লাভ। তিনি জাতীয় কবিতা পরিষদের কার্যনির্বাহী পরিষদের সদস্য। ইউনেস্কোর অনুদানে পরিচালিত বিটিভি’র বহুল প্রচারিত ও জননন্দিত গণশিক্ষামূলক অনুষ্ঠান ‘সবার জন্যে। শিক্ষা গ্রন্থনা ও উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি কবি রফিক আজাদ-এর সহধর্মিনী। দুই পুত্র সন্তান- অভিন্ন আজাদ ও অব্যয় আজাদের জননী।।

দিলারা হাফিজ এর বই সমূহ

(Showing 1 to 15 of 15 items)

Recently Viewed