mega fest banner
bornomala bike

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Book Fair 2024 center banner image
Prodip Kumar Ray books

followers

প্রদীপ কুমার রায়

প্রদীপ রায় ১৯৫২ সালের ২ অক্টোবর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বেকরা গ্রামে। তিনি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে এম.এ. এবং ১৯৮৪ সালে ভারতের পুনা বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। কিছুকাল মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে অধ্যাপনা করে ১৯৮৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যােগ দেন। বর্তমানে এই বিভাগের অধ্যাপক। এ ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ; ইনস্টিটিউট অব বিজিনেস এ্যাডমিনিস্ট্রেশন (IBA); বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ; ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ; পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ খণ্ডকালীন শিক্ষকতা করেন। বাংলাদেশ দর্শন সমিতি, বাংলা একাডেমী, এশিয়াটিক সােসাইটি অব বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসােসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসােসিয়েশন, মানিকগঞ্জ সমিতি-এর আজীবন সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ছিলেন তিনি। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের সিলেবাস প্রণয়ন কমিটির সভাপতিও ছিলেন। দেশ-বিদেশের জার্নালে তার দর্শন বিষয়ক বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে । প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে : মানিকগঞ্জ জেলার রাজনৈতিক ইতিহাস (১৯৮৫), পাশ্চাত্য দর্শনের ইতিহাস। (অনূদিত, প্রাচীন ও মধ্যযুগ, ১৯৯৮), দেব স্মারক। বক্তৃতামালা : ১৯৮১-১৯৯৯ (যুগ্ম-সম্পাদনা, ২০০০), গোবিন্দচন্দ্র দেব : অগ্রন্থিত প্রবন্ধ ও অন্যান্য রচনা (সংগ্রহ। ও সম্পাদনা, ২০০২), পাশ্চাত্য দর্শনের ইতিহাস (অনূদিত, আধুনিক যুগ, প্রথম খণ্ড, ২০০৩), পাশ্চাত্য দর্শনের ইতিহাস (অনূদিত, আধুনিক যুগ, দ্বিতীয় খণ্ড, ২০০৮), জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : গােবিন্দচন্দ্র দেব । জীবন ও দর্শন (যুগ্ম-সম্পাদনা, ২০০৮), পরিভাষা অভিধান : কলা ও সামাজিক বিজ্ঞান (যুগ, ২০১০) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ : ইতিহাস ও ঐতিহ্য : ১৯২১-২০১১ (২০১২)। তাঁর প্রকাশিতব্য গ্রন্থের মধ্যে রয়েছে ১৮ খণ্ডে বাঙালির দর্শনচর্চা (বিশ্বসাহিত্য কেন্দ্র) এবং দর্শনের রূপরেখা (অনূদিত, যৌথ)।।

প্রদীপ কুমার রায় এর বই সমূহ

(Showing 1 to 16 of 16 items)

Recently Viewed