Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Rafiqullah Khan books

followers

রফিকউল্লাহ খান

রফিকউল্লাহ খান ১৯৫৭ সালের ২১ জানুয়ারি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (১৯৮০) ও স্নাতকোত্তর (১৯৮১) ডিগ্রি অর্জনের পর ঐ বিশ্ববিদ্যালয়েই ১৯৮৫ সালে শিক্ষক হিসেবে যােগদান করেন। তিনি পি-এইচ.ডি. ডিগ্রি অর্জন করেন ১৯৯৫ সালে। পি-এইচ.ডি.’র বিষয় ছিল বাংলাদেশের উপন্যাস বিষয় ও শিল্পরূপ (১৯৪৭-১৯৮৭)। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। বাংলাদেশের সাহিত্যসমালােচনা ও গবেষণার ক্ষেত্রে রফিকউল্লাহ খান সুপরিচিত ও বিশিষ্ট ব্যক্তিত্ব। সাহিত্য-শিল্পের প্রতিটি শাখাই বিগত তিন দশকে তাঁর মৌলিক অনুসন্ধান ও ভিন্নমাত্রিক বিশ্লেষণে স্বতন্ত্র মাত্রা লাভ করেছে। রফিকউল্লাহ খান ছাত্রজীবন থেকেই প্রাবন্ধিক হিসেবে প্রতিষ্ঠা ও স্বীকৃতি লাভ করেন। বিশ শতকের সত্তরআশির দশকেই তিনি মননশীল ও সৃষ্টিশীল প্রবন্ধ রচনার সমান্তরাল ধারা সৃষ্টি করেন। মুক্তিযুদ্ধ পরবর্তী বাঙালির সাহিত্য-শিল্প ও সমাজভাবনার ক্ষেত্রে যা এক নতুন মাত্রা যােগ করে। গবেষণা, সৃষ্টিশীল প্রবন্ধ, শিশুসাহিত্য, অনুবাদ ও সম্পাদনা মিলিয়ে রফিকউল্লাহ খানের গ্রন্থসংখ্যা ২০। তাঁর উল্লেখযােগ্য গ্রন্থগুলাে হচ্ছে, মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য (১৯৮৫), কবিতা ও সমাজ (১৯৮৫), হাসান হাফিজুর রহমান : জীবন ও সাহিত্য (১৯৯৩), বাংলাদেশের উপন্যাস : বিষয় ও শিল্পরূপ। (১৯৯৭), সত্যেন সেনের উপন্যাস : বিষয়স্বাতন্ত্র্য ও শিল্পচেতনা (১৯৯৭), বাংলাদেশের কবিতা : সমবায়ী স্বতন্ত্রস্বর (২০০২), কথাসাহিত্যের বিচিত্র বিষয় ও নন্দনতত্ত্ব (২০০২), মৃতপত্রে নীলােচ্ছাস : জীবনানন্দ দাশ (২০০২) (সম্পাদনা), তিন দশকের বাংলাদেশের কবিতা (২০০৪) প্রভৃতি। তিনি ইউরােপ ও এশিয়ার বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

রফিকউল্লাহ খান এর বই সমূহ

(Showing 1 to 11 of 11 items)

Recently Viewed