Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Muhammad Moniuzzaman books

followers

ড. মুহম্মদ মনিরুজ্জামান

প্রফেসর ড. মুহম্মদ মনিরুজ্জামান-এর জন্ম। দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ীতে ১৯৪৫ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে এমএ পাস করেন। কারমাইকেল কলেজ-এ সহযােগী অধ্যাপক পদে থাকাকালীন তিনি ১৯৯৬ সালে ইনিস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (রাজশাহী বিশ্ববিদ্যালয়) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল "Zamindars of Bengal: Case Study of Selected Rangpur Zamindars-1793-1950. সুদীর্ঘ ৩৫ বছর চাকরির সাথে সাথে দিনাজপুররংপুর আঞ্চলিক ইতিহাসের উপর তার বহু গ্রন্থ ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি এবং বাংলাদেশ ইতিহাস সমিতি (ঢাকা বিশ্ববিদ্যালয়)-এর আজীবন সদস্য। তিনি লালমনিরহাট রােটারী ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট (১৯৮৫-৮৭)। বাংলাদেশ। সােশ্যাল ডেভেলপমেন্ট একাডেমী সংস্থার তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৭১ সালে লালমনিরহাট কলেজে। অধ্যাপনাকালীন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। করেন। কোচবিহারে বাংলাদেশ শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য। প্রবাসী মুজিবনগর সরকারের ৬নং জোনাল প্রশাসক (উত্তর জোন, কোচবিহার) জনাব ফয়েজউদ্দিন আহমেদের অধীনে গণহত্যা। কমিশনের তথ্য সংগ্রহে নিয়ােগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে তিনি অন্যতম। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রংপুরের প্রাচীন। ইতিহাস প্রথম খণ্ড (১৯৮৮), কারমাইকেল কলেজ জানাল (সম্পাদনা) ২০০০, দিনাজপুররংপুর জেলার শিক্ষা বিবর্তন (১৭৬৫-১৯২১), ২০০৬, দিনাজপুর জেলার সাংস্কৃতিক সমীক্ষা। (সম্পাদনা), বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি প্রজেক্ট, ঢাকা, রংপুর জেলার সাংস্কৃতিক সমীক্ষা (সম্পাদনা), বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি প্রজেক্ট, ঢাকা, চার শতাব্দীর লালমনিরহাট (২০০৮) অন্যতম।

ড. মুহম্মদ মনিরুজ্জামান এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed