Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Jafrul Ahsan books

follower

জাফরুল আহসান

১৯৫৩ সালের ২৯ নভেম্বর ঢাকা জেলার বিক্রমপুর পরগণার লৌহজং থানার কুমারভোগ গ্রামে জন্মগ্রহণ করেন। মা আমিনা খাতুন, বাবা এম. এ খালেক। তিন ভাই ছয় বোনের মধ্যে বাবা-মা’র দ্বিতীয় সন্তান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ এম. এ পাস করেন ১৯৭৫ সালে। বিশ্ববিদ্যালয়ের সহপাঠী শামীম জাহান চৌধুরীকে বিয়ে করে ১৯৭৮ সালে। তিনি ভিকারুননিসা নূন স্কুলের মূল প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক হিসেবে ২০১০ সালে অবসর গ্রহণ করেন। তাঁদের দুই সন্তানের মাঝে কন্যা সারা জাফরিন বর্তমানে স্বামী ও দুই কন্যাসহ স্কটল্যান্ডে বসবাসরত। পুত্র সামিরুল আহসান একজন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার। এ যাবত জাফরুল আহসানের প্রকাশিত কাব্যগ্রন্থ এগারটি; কবিতাসমগ্র বেরিয়েছে ২০১০ সালে। যৌথ সম্পাদনা করেছেন মুক্তিযুদ্ধের কবিতা। গল্পগ্রন্থ ভাঙন ছাড়াও শিশুতোষ ছড়ার বই তিনটি। শিশুতোষ গল্পের বই একটি এবং কিশোর উপযোগী প্রবন্ধের বই ভাষা এবং ভালোবাসার একুশে ফেব্রুয়ারিসহ এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা সর্বমোট কুড়িটি। কবিতালাপ পুরস্কার, কোলকাতার রামমোহন রায় স্মৃতি সাহিত্য পুরস্কারসহ দেশ বিদেশে বিভিন্ন সম্মাননা লাভ করেন। তাঁর সম্পাদনায় শিল্প-সাহিত্য বিষয়ক কাগজ কাঁদাখোচা ইতোমধ্যে সাহিত্যাঙ্গনে স্থান করে নিয়েছে।

জাফরুল আহসান এর বই সমূহ

(Showing 1 to 28 of 28 items)

Recently Viewed