Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdul Motin books

followers

আব্দুল মতিন

বাংলা ভাষা ও সাহিত্যে বহুমাত্রিক প্রতিভার অধিকার জীবনশিল্পী মানবতাবাদী লেখক আব্দুল মতি মৌলভীবাজার শহরতলীর বর্ষিজোড়া (মাইজপাড় বাসাবাড়ি)'র এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহ। করেন। পিতা মরহুম ডাঃ আব্দুল গফুর এ্যালোপ্যাথিয় চিকিৎসক ও মাতা মরহুমা বেগম ফুল একজন বিদূষ সুগৃহিনী ছিলেন। সত্তর দশকের মাঝামাঝি সময় থেকে তিনি লেখালেখি শুরু করেন। জাতীয় পত্র-পত্রিকায় তা অজস্র লেখা প্রকাশিত হয়েছে। তিনি একজন শক্তিমান উঁচুমাপের লেখক। প্রচারবিমুখ নিভৃতচারী। জীবনখাতার বিশাল ক্যানভাসে কালি ও কলমের আঁচডে কথাকলি ও শব্দ বুনেন। সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক অন্তরে অনির্বাণ একুশের সাহিত্য প্রতিযোগিতার কবিতা-নাটক গল্প-প্রবন্ধ সাহিত্যের সবক'টি শাখায় তিনি একাধিকবা শীর্ষ পুরষ্কার পেয়েছেন এবং বহুভাষাবিদ আন্তর্জাতিক পন্ডিত ড. সৈয়দ মুজতবা আলী জন্ম শতবর্ষ সাহিতে পুরষ্কার অর্জন করেন। সাহিত্যে ও সাংস্কৃতিক অঙ্গণে একি অনিবার্য নাম আব্দুল মতিন। তিনি একাধারে সফল নাট্যকার-নির্দেশক-অভিনেতা-উপস্থাপক-গীতিকার সুরকার-বাগ্মী-সাংস্কৃতিক-পৃষ্টপোষক-সংগঠক। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের নির্বাচিত ভি.পি ছিলেন। ঢাকায় লেখাপড়ার সময় স্বৈরাচারবিরোধ আন্দোলন-সংগ্রামে মিছিলের প্রিয়মুখ-অগ্র-পথিক-সাহস মানুষ হিসেবে তার ভূমিকা ছিল সমুজ্জ্বল। রাজপথ কাঁপানে লড়াকু-অকুতোভয় এক বাতিঅলার নাম আব্দুল মতিন লেখক হিসেবে তিনি নাম নাম যশ অর্জন করেছেন, য সর্বজনবিদিত স্বীকৃত। লেখকের ভান্ডারে বেশক'টি অপ্রকাশিত গ্রন্থ রয়েছে। আশা করি অচিরেই এগুলে প্রকাশিত হয়ে বাংলা সাহিত্যেকে ঋদ্ধ করবে।

আব্দুল মতিন এর বই সমূহ

(Showing 1 to 7 of 7 items)

Recently Viewed