Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Md. Mustafizur Rahman books

follower

ডক্টর মো. মুস্তাফিজুর রহমান

ডক্টর মো. মুস্তাফিজুর রহমান ৮ কার্তিক, মঙ্গলবার, ১৩৭৬ বঙ্গাব্দে মেহেরপুর সদর থানার অন্তর্গত আমঝুপী গ্রামে জন্মগ্রহণ করেন। ডক্টর মুস্তাফিজ বিশিষ্ট শিক্ষাবিদ ও ফুটবলার মরহুম লুৎফর রহমান এবং বেগম মাজেদা রহমানের একমাত্র পুত্র। তাঁর স্ত্রী, বিশিষ্ট নজরুল-গবেষক ও কণ্ঠসঙ্গীতশিল্পী ডক্টর মাফরুহা হোসেন সেঁজুতি। তাঁদের একমাত্র কন্যার নাম শ্রুতি রহমান। ডক্টর মো. মুস্তাফিজুর রহমান বাংলা ভাষা ও সাহিত্যের একনিষ্ঠ গবেষক ও অনুপম নাট্যতাত্ত্বিক। ১৯৯৩ ও ১৯৯৫ খ্রিষ্টাব্দে তিনি পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের 'নাটক'-বিভাগ থেকে বি.এ. অনার্স ও এম.এ.-ডিগ্রি লাভ করেন এবং ২০০৪ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পি-এইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ শিশু একাডেমীর শিশুনাট্য প্রতিযোগিতার 'আলোক পরিকল্পনা', 'পোশাকপরিকল্পনা' ও 'মঞ্চপরিকল্পনা' (যুগ্ম)-এর শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। এ প্রতিযোগিতায় তাঁর প্রতিষ্ঠিত নাট্যদল 'চিলড্রেন থিয়েটার হোমস্' প্রযোজনার শ্রেষ্ঠ পুরস্কারও অর্জন করে। ডক্টর মো. মুস্তাফিজুর রহমান বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির, বাংলা একাডেমীর জীবনসদস্য (১৮৪১) এবং এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সদস্য (১৯৩৪)। ডক্টর মো. মুস্তাফিজুর রহমান-প্রণীত গবেষণা- গ্রন্থগুলোর মধ্যে স্তানিস্লাভস্কি পদ্ধতি : অভিনয় প্রথম দশটি পাঠ (ঢাকা, ১৯৯৪ খ্রি.), স্তানিস্লাভস্কির অভিনয় পদ্ধতি (ঢাকা, ১৯৯৯ খ্রি.), কবিরায়বিনোদ-প্রণীত ‘পদ্মাপুরাণ’- কাব্যে নাটকের উপাদান (ঢাকা, ২০০৮ খ্রি.), ছোটোদের অভিনয় (দ্বিতীয় সং, ঢাকা, ২০১১ খ্রি.), স্তানিস্লাভস্কির অভিনয়পদ্ধতি : তত্ত্ব ও প্রয়োগ (দ্বিতীয় সং., ঢাকা, ২০১১ খ্রি.), অভিনয়কলা প্রথম খণ্ড (ঢাকা, ২০১১ খ্রি.), ভাষাবিধান : ব্যাকরণ ও নির্মিতি (পরিমার্জিত সং.. ঢাকা, ২০১২ খ্রি.), আম্রকানন (পরিমার্জিত সং., ঢাকা, ২০১২ খ্রি.), এলবির তিনটি নাটক (পরিমার্জিত সং, ঢাকা, ২০১২ খ্রি.), সোনিয়া মুরপ্রণীত স্তানিস্লাস্কির অভিনয়পদ্ধতি (ঢাকা, ২০১২ খ্রি.) এবং আবৃত্তিকলা (ঢাকা, ২০১২ খ্রি.) অন্যতম ।

ডক্টর মো. মুস্তাফিজুর রহমান এর বই সমূহ

(Showing 1 to 16 of 16 items)

Recently Viewed