shaista kha offer

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

bornomala bike

Ends in

00 : Day
00 : Hrs
00 : Min
00 Sec
Tahmina Nisha books

follower

তাহমিনা নিশা

কবি তাহমিনা নিশা খুলনা জেলার খালিশপুরে ২২ নভেম্বর ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাজুমারা গ্রামে। ছােটবেলা থেকেই কবি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড , সংগঠনের সাথে জড়িত ছিলেন। স্কুল জীবনে পড়ার সময়েই কবির লেখালেখির সূত্রপাত হয়। মাঝে স্বল্প বিরতি পড়লেও বর্তমানে বিভিন্ন দৈনিক পত্রিকা, ম্যাগাজিন, ছােট কাগজে লিখে চলেছেন নিয়মিত। লেখালেখির পাশাপাশি আবৃত্তিকার ও সংগঠক হিসেবেও কৰি পৰিচিত। তিনি রেডিও বাংলাদেশ খুলনার লিষ্টেড শিল্পী। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনে ও বাংলাদেশ বেতার খুলনায় গান, নাটক, কথিকা পাঠে অংশ নিয়েছেন। ১৯৯৪ সালে মিস্ বাঙ্গালী প্রতিযােগিতায় অংশগ্রহণ করেন। ১৯৯৪ থেকে ১৯৯৬ পর্যন্ত বিবি রাসেল ও ডক্টর ইউনুসের সাথে “পজেটিভ বাংলাদেশ” নিয়ে সারা। বিশ্বে কাজ করেছেন। সেই সময় বাংলাদেশের তাঁত শিল্প ও “গ্রামীণ চেক” কাপড়কে বিশ্ব বাজারের কাছে তুলে ধরার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন অনুশীলনের সদস্য ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনােবিজ্ঞান বিভাগে মেধা তালিকায় প্রথম হয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি একজন সাইকোলােজিষ্ট হিসেবে কর্মরত আছেন। তাহমিনা নিশার “ওরা দু’জনে” ও “ভালবাসার আঁচড় নামের দুটি উপন্যাস প্রকাশিত হয় ২০০৮ সালের বই মেলায়। দীর্ঘ বিরতির পর ২০২২ এর বই মেলায় প্রকাশিত ”পাখির মতাে তার ৪র্থ গ্রন্থ। এটি প্রথম কবিতার বই হলেও কবিতার প্রচলিত ধারণার ভেতরেই রয়েছে তার স্বতন্ত্র ও নিজস্ব চিন্তাভাবনা ও কর্মকৌশল। প্রাচীন বাংলার আবহমানশেকড়ে দাঁড়িয়ে সারা জগতের শিল্পস্বার আস্বাদনের প্রত্যয় তার ভাবনার মাঝে। নতুন শতকে আমাদের কালের যারা পরিশ্রমী শব্দসৈনিক, সেই অনেকের মাঝে খানিকের কাছে বা দূরে- তাহমিনা নিশা একজন।

তাহমিনা নিশা এর বই সমূহ

(Showing 1 to 9 of 9 items)

Recently Viewed