প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
"মোহাম্মদ আলীর বাংলাদেশ বিজয়" বইয়ের ফ্ল্যাপের লেখা:
মুষ্টিযােদ্ধা মােহাম্মদ আলী ছিলেন বিশ্বের সর্বকালের একজন শ্রেষ্ঠ ক্রীড়াবিদ। মুষ্টিযােদ্ধা পরিচয়ের বাইরেও তিনি ছিলেন একজন অভিনেতা, গায়ক, লেখক, কবি, বক্তা, শান্তিবাদী নেতা ও গরিবের বন্ধু । যখন তিনি জনপ্রিয়তার শীর্ষে, সেই ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে, পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন। ঢাকা ছাড়াও ঘুরে বেড়ান চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও কাপ্তাইয়ে। তখন তাঁকে বাংলাদেশের সাম্মানিক নাগরিকত্ব আর বাংলাদেশের পাসপাের্ট দেওয়া হয়। আমেরিকার শিকাগাে শহরে বাংলাদেশের সম্মানিত কনসাল জেনারেল হিসেবেও নিয়ােগ দেওয়া হয় তাঁকে। এ সময় মােহাম্মদ আলী গােজ ইষ্ট: বাংলাদেশ—আই লাভ ইউ নামক একটি তথ্যচিত্রে তিনি অভিনয় করেন। এ ছাড়া ঢাকায় বাংলাদেশের কিশাের মুষ্টিযােদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সঙ্গে এক প্রদর্শনী মুষ্টিযুদ্ধে অংশ নেন। বাংলাদেশে যেখানেই তিনি গেছেন, সেখানে হাজার হাজার মানুষ তাঁকে স্বাগত জানিয়েছে। এ দেশের মানুষের আতিথেয়তায় তিনি এবং তাঁর পরিবার অভিভূত হন। বাংলাদেশের জনগণকে ‘চমৎকার’ ও এ দেশকে ‘স্বর্গ’ বলে উল্লেখ করেন তিনি। কিংবদন্তি মহানায়ক মােহাম্মদ আলীর সপরিবার বাংলাদেশ সফরের বিস্তারিত বর্ণনা রয়েছে এ বইয়ে; যাতে একজন রসিক, সজ্জন ও বাংলাদেশপ্রেমী বিশ্ববিখ্যাত মানুষের জীবন ও ব্যক্তিত্বের নানা দিক উঠে এসেছে।
Title | মোহাম্মদ আলীর বাংলাদেশ বিজয় |
Author | মুহাম্মদ লুৎফুল হক |
Publisher | প্রথমা প্রকাশন |
ISBN | 9789849176527 |
Edition | 1st Published, 2016 |
Number of Pages | 128 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
Have a question regarding the product? Ask Us
Please log in to write question Log in
Help: 16297 24 Hours a Day, 7 Days a Week
Pay cash on delivery Pay cash at your doorstep
Service All over Bangladesh
Happy Return All over Bangladesh