“বিদেশ ভালো" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বার্লিন, ম্যাগডেবার্গ, বার্গ বাই ম্যাগডেবার্গ, হালে সালে, ভিটেনবার্গ, পটসদাম, এরফুর্ট, ওয়ারশ, ভিয়েনা, জাগরেব,। প্যারিস,লন্ডন, গ্লাসগাে, এডিনবার্গ..
ভিন্ন ভিন্ন সময়। ভিন্ন ভিন্ন দেশ। ভিন্ন ভিন্ন শহর। এমন অসংখ্য শহরে অসংখ্য মানুষ। নাম না জানা সে সব মানুষ। একেকটা মানুষ যেন একেকটা জ্যান্ত গল্প। ঘুরছে ফিরছে। গল্প হয়ে যাচেছ নিজে নিজেই। সেই সব গল্প চাইলেই শােনা যায়না। একটা বিনিময় ঠিক করে নিতে হয়। বিনিময় হিসাবে টাকা-পয়সা অনেক ব্যর্থ সেখানে। সেখানে বিনিময়ের নাম ভালােবাসা আর ওম। সেই বিনিময়ে অচেনা মানুষ ছুঁতে দেয় তার বহুদিনের লুকানাে কষ্টের গল্প। একটু যত্ন করে সেই গল্প ছোঁয়া। কষ্টের সাথে সাথে উপচে পরা আনন্দের গল্পেরাও থাকে সেখানে। সেখান থেকে অচেনা কারাে হাত ধরে বাস্তবতার সামনে দাঁড়িয়ে যাওয়া। সে সব গল্প শােনা! শহর থেকে শহরে ছুটে চলা! তারপর গােপন সূত্রের মতাে জেনে যাওয়া আমরা সবাই একই শহরের! একই দেশের! একটাই পুরােনাে গ্রহ আমাদের সবার। এরপর মানুষের কাছাকাছি গিয়ে গল্পের বদলে তার ওম নিয়ে ফেরা। বদলে যাওয়া ওমের ফেরিওয়ালায়। গল্পের ওম আর ওমের গল্প। পৃথিবীর রাস্তায় নেমে আস্ত একটা মানুষ রাস্তার হয়ে যাওয়া। পথ ঘুরে ঘুরে পথের মতাে ছিড়ে ছিড়ে যাওয়া। তারপর আবারও গাছের পাতার মতাে মানুষেরই আশ্রয়ে। এমনই প্রতিটা গল্প পথের দেশের শহরের মানুষের এই-ই সব.. এখানে।
Read More