একটু ভাবুন তো... পিতা-মাতা, অভিভাবকদের বলছি, একটু ভাবুন তোÑ জমিনে বীজ বপন করার পর কোনোরকম যতœ করা হলো না, আগাছা পরিষ্কার করা হলো না, সার এবং সেচের ব্যবস্থাও হলো না। কেউ যদি তার থেকে ভালো ফল আশা করে, তার আশা করাটা ভূল নয় কি? অবশ্যই ভুল। আপনি যেভাবে চারাগাছের পরিচর্যা করবেন, যতœ নেবেন, সেভাবেই সে বড়ো হবেÑ তার ফলটাও সে রকম। তেমনি প্রতিটি মানব সন্তান জন্মাবার পর তার অবস্থা ঠিক চারাগাছের মতো। সন্তানকে যেভাবে শিক্ষা দেয়া হবে পিতা-মাতা সে অনুযায়ী ফল পাবেনÑ দুনিয়া এবং আখিরাতে। বর্তমান পৃথিবীতে শিশু এবং পরিবারের অবস্থা ভয়াবহ। টিভি, কম্পিউটার, মোবাইল গেমস্, বিভিন্ন রকমের অ্যাপস্-এর পেছনে ব্যয় হচ্ছে দিনের বেশিরভাগ সময়। এর ফলে ধীরে ধীরে সন্তানের মধ্যে জন্ম নিচ্ছে পাপাচার, নীতিহীনতা। পিতা-মাতার কথা মান্য করা বা তাদেরকে শ্রদ্ধা করা শিশু-কিশোরদের কাছে গুরুত্বহীন হয়ে পড়ছে। এই অশুভ ব্যধির বিস্তারকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। বুদ্ধিমান পিতা-মাতা অবশ্যই চাইবেন তাঁর সন্তান যেন দ্বীন ইসলামের উপর বড়ো হয়। আর পিতা-মাতা চাইলে অবশ্যই সম্ভব। ইসলাম জেনে ও তা মেনে চললে মানুষ সুন্দর ও আদর্শবান হয়। সেই সুন্দর জীবনের নানান কথাকে ছড়ায় সাজিয়ে ছোটোদের উপযোগী “ছড়ায় ইসলামি জীবন” শীর্ষক বইটি রচনা করেছেন কবি শেখ ফজলুর রহমান। ছোটোবেলা থেকে শিশুদের মনে ইসলামি ভাবধারা জাগাতে হলে এই ধরনের বইয়ের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। ছড়ার মাধ্যমে উপদেশ ও নীতিকথা দিয়ে শিশুমনে সহজেই প্রভাব ফেলা যায়। সেই দৃষ্টিকোণ থেকেই বইটি পাঠক ও অভিভাবকদের মহলে যথেষ্ট সমাদর পেয়ে আসছে। আল্লাহ্ তা’আলা আমাদের এবং আমাদের শিশুদের ইসলাম জানা ও তা অনুসরণ করার তাওফিক দান করুন। আমীন।