একটি মর্মান্তিক দুর্ঘটনা, অলৌকিকভাবে বেঁচে যাওয়া একটি পরিবার, নির্মমভাবে ধর্ষিত হওয়া ইস্পাতকঠিন হৃদয়ের এক অজেয় নারী, একজন অসুখী যুবক ও তার স্বপ্নের জগৎ। ভিন্ন ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন স্থানে, ভিন্ন ভিন্ন চরিত্রের সাথে ঘটে চলে নানা ঘটনা। কিন্তু সত্যি কি এগুলো আলাদা ঘটনা - আলাদা জীবন? না কি এত সব ঘটনার ঘনঘটায় কোথাও কোনো অদৃশ্য, অদেখা যোগসূত্র আছে?
যথারীতি এই সব নতুন রহস্যের মুখোমুখি প্রখ্যাত নিউরো-সায়েন্টিস্ট - ডা. মাহমুদা হোসেন। কিন্তু এবার তিনি নিজেই জড়িয়ে পড়েছেন অদ্ভুত, অভূতপূর্ব এক জটিল পরিস্থিতিতে। রোমাঞ্চকর এই যাত্রা প্রতি পদে নেয় ব্যাখ্যাতীত নানা বাঁক, ঘটনা ঘুরে যায় ভিন্ন পথে, সম্মুখীন হতে হয় অদ্ভুত সব রহস্যের, সামনে আসে ভিন্ন ভিন্ন বাস্তবতা। বাস্তব, পরাবাস্তব, স্বপ্ন - এক বিন্দুতে এসে সবকিছু মিলেমিশে একাকার।
এবার ডা. মাহমুদা মুখোমুখি জীবনের সবচেয়ে জটিল প্রশ্নের! সব রহস্যের কি ব্যাখ্যা হয়? ব্যাখ্যা হলেও কি সমাধান হয়? তাঁর ক্ষুরধার বুদ্ধিমত্তা কি খুঁজে পাবে এমন সব প্রশ্নের জবাব? না কি এবার তাঁকেও স্বীকার করতে হবে প্রকৃতি সত্যি দুর্জ্ঞেয়?
"দ্বিখন্ডিত" ও "যুগল মানব" এর পর হাসান তারেক চৌধুরীর তৃতীয় স্পেকুকেটিভ ফিকশন ও প্যারাসাইকোলজি উপন্যাস “সমান্তরাল”। ডা. মাহমুদার রোলার কোস্টার অভিযানে সঙ্গী হয়ে, চলুন আমরাও খুঁজে ফিরি রহস্যের স্বরূপ, এবং তার কল্পনাতীত ব্যাখ্যা আর চমকপ্রদ সমাধান।
Read More