১ লাখ টাকার গিফট ভাউচার জেতার সুযোগ! ৫৯৯+ টাকার বই অর্ডারে 'MUJIB' প্রোমোকোড ব্যবহার করলে দৈবচয়নে ৫০ জন সর্বমোট ১ লাখ টাকার গিফট ভাউচার পাবেন। (৩১ আগস্ট, ২০২২ পর্যন্ত)
ফ্ল্যাপে লিখা কথা ড. নওরেজ আহমেদের জন্ম মানিকগঞ্জ জেলার পারিল নওয়াধা গ্রামের এক সম্তান্ত পরিবারে। সাহিত্য ও আলোকচিত্রচর্চায় শখ তাঁর ছোটবেলা থেকে, এই যুগল চেতনা নিয়ে বিকশিত হয়েছে নিসর্গের প্রতি তাঁর ভালোবাাসা। তিনি যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে প্ল্যান্ট জেনেটিকস এ পিএইচডি ডিগ্রি লাভ করেনে এবং চা গবেষণায় কাজ করেন দশ বছর। এশীয় উন্নয়ন ব্যাংক এবং জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার উপদেষ্টা হিসেবে লাওস, থাইল্যান্ড, মায়ানমার ইত্যাতি বিভিন্ন দক্ষিণ এশীয় দেশে কাজ করেছেন অনেক বছর। ড. আহমদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন আলোকচিত্র প্রদর্শনীতে তিনি অংশ নিয়েছেন। তাঁর উল্লেযোগ্য ফটো অ্যালবামের মধ্যে রয়েছে: বাংলাদেশ (১৯৭৫),পোর্টে্রট অব বাংলাদেশ (১৯৮৫) ,বার্মা (১৯৮১), কোয়েস্ট ফর রিয়েলিটি( ১৯৮৬), ওয়াইল্ড ফ্লাওয়ার্স অব বাংলাদেশ (১৯৯৭), এবং গৌতম (প্রকাশিতব্য) । সানডে টাইমস,গার্ডিয়ান,ফোকাস,ব্যাংকক পোস্ট,হেমিস্ফেয়ার,ইলাস্টেটেড উইকলি অব ইন্ডিয়া,ফার ইস্টার্ণ ইকোনমিক রিভিউ ইত্যাদি সাময়িকীতে তাঁর তোলা ছবি ছাপা হয়েছে।