প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই জানো যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তোমাদের জন্য নতুন শিক্ষাক্রম তৈরি করেছে। তোমাদের এই নতুন শিখন পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘অভিজ্ঞতামূলক শিখন’। নতুন শিখন পদ্ধতিতে ‘বিজ্ঞান’ বিষয়ের জন্য বোর্ড থেকে তোমাদেরকে দুইটি বই দেওয়া হয়েছে। একটি ‘অনুসন্ধানী পাঠ’ এবং অপরটি হলো ‘অনুশীলন বই’। অনুসন্ধানী পাঠে তোমাদের বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতামূলক ধারণা এবং সেই ধারণার উপর ভিত্তি করে তোমাদের জন্য বিজ্ঞানের বিভিন্ন বিষয়বস্তুর ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর অনুশীলন বইটিতে এই ধারণাগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন বাস্তবভিত্তিক সমস্যাবলি দেওয়া হয়েছে। তোমাদের এই বইগুলোর সাথে সামঞ্জস্য রেখে ‘অনুসন্ধানী পাঠ’ এর আলোকে এবং ‘অনুশীলন বই’ ও ‘শিক্ষক সহায়িকার’ সহযোগিতায় আমরা উদ্ভাস-এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি ‘প্যারালাল টেক্সট’। এই বইগুলো হবে তোমাদের বোর্ড বইগুলোর সহযোগী বই। আমাদের বিশ্বাস এই বইগুলো তোমাদের ভবিষ্যৎ প্রস্তুতিকে সুদৃঢ় করবে। বিজ্ঞান বিষয়ের প্যারালাল টেক্সটকে আমরা তোমাদের বোর্ড বইয়ের ‘অনুসন্ধানী পাঠ’ এর সাথে একইক্রমে সাজিয়েছি। এখানে প্রতিটি অধ্যায়ের শুরুতে রয়েছে সেই অধ্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি গল্প, যা তোমাদেরকে অধ্যায়টি নিয়ে চিন্তা করতে শেখাবে। প্রতিটি টপিকের শুরুতে আছে ঐ টপিক সম্পর্কিত বেসিক আলোচনা, জেনে রাখো বক্স, সংজ্ঞা বক্স এবং উদ্ভাস এক্সক্লুসিভ কিছু আলোচনা যা তোমাদেরকে ঐ টপিকটি আরও ভালোভাবে শিখতে সাহায্য করবে। প্রতিটি টপিকের শেষে তোমাদের প্রস্তুতি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক সমস্যাবলি সংযোজন করা হয়েছে। এই সমস্যাগুলোকে MCQ, শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা যাচাই, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, বাম-ডান মিলানো, গাণিতিক সমস্যাবলি সম্পর্কিত প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে। প্রতিটি টপিকের শেষে তোমাদের অনুশীলন বই এবং অনুসন্ধানী পাঠের বাছাইকৃত একক ও দলগত কাজের নমুনা সমাধান দেওয়া হয়েছে। এছাড়া তোমাদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতিকে পূর্ণতা দেওয়ার জন্য প্রতিটি অধ্যায়ের শেষে দেওয়া হয়েছে উক্ত মূল্যায়নের আলোকে একক ও দলগত নমুনা কাজ। অর্থাৎ, মূল বইয়ের পাশাপাশি উদ্ভাস-এর এই ‘প্যারালাল টেক্সট’ পড়ার মাধ্যমে তোমাদের বেসিক আরো বেশি মজবুত হবে। আমাদের বিশ্বাস জ্ঞান এবং মূল্যবোধের সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন লেগে থাকা এবং চিন্তা করার দক্ষতা অর্জন করা। আমাদের প্যারালাল টেক্সট বইটিকে আমরা এমনভাবে সাজিয়েছি যেন এই গুণগুলো একজন শিক্ষার্থীর মধ্যে তৈরি হতে পারে। আমরা আশা করছি এই বইগুলো অধ্যয়নের মাধ্যমে তোমরা হয়ে উঠবে আগামী দিনের আলোকিত মানুষ। তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। উদ্ভাসএকাডেমিক টিম
Title
অষ্টম শ্রেণি প্যারালাল টেক্সট বিজ্ঞান (প্রথম খণ্ড)