"ফাউন্ডেশন" বইয়ের ফ্ল্যাপের লেখা:
ফাউন্ডেশন মূলত ছিল ৮টি ছােট গল্পের একটি সিরিজ, যা ১৯৪২ সালের মে মাস থেকে (আসিমভের বয়স তখন ২২) ১৯৫০ সালের জানুয়ারির মধ্যে বিখ্যাত সম্পাদক জন ডাব্লিউ ক্যাম্পবেল-এর অ্যাসটাউন্ডিং ম্যাগাজিন-এ প্রকাশিত হয়েছিল। আসিমভের ভাষ্য অনুযায়ী, এডওয়ার্ড গিবনের হিস্ট্রি অভ দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অভ দ্য রােমান এম্পায়ার থেকেই তিনি ফাউন্ডেশনের ধারণা বা অনুপ্রেরণা লাভ করেন। তাে, আটটি গল্পের মধ্যে প্রথম চারটি এবং ঘটনাপরম্পরার দিক থেকে এই চার গল্পের পূর্ববর্তী নতুন একটি গল্প জুড়ে দিয়ে মােট পাঁচটি কাহিনী নিয়ে একটি বই বের করে নােম প্রেস (Gnome Press) ১৯৫১ সালে, যার নাম দেয়া হয় ফাউন্ডেশন। বাকি চারটি গল্পের দুটি করে নিয়ে ১৯৫২ এবং ১৯৫৩ সালে বেরােয়, যথাক্রমে ফাউন্ডেশন এন্ড এম্পায়ার এবং সেকেন্ড ফাউন্ডেশন। ফলে, এই তিনটি বই ফাউন্ডেশন ট্রিলজি হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৮১ সালে, প্রকাশকের পীড়াপীড়িতে, আসিমভ রাজি হন চতুর্থ বইটি লিখতে, ১৯৮২ সালে যা ফাউন্ডেশন’স এজ (Foundation's Edge) নামে প্রকাশিত হয়। এরপর আসিমভ রচনা করেন আরেকটি সিকোয়েল, ফাউন্ডেশন এন্ড আর্থ (১৯৮৩), আর তার পাঁচ বছর পর একটি প্রিকোয়েল, প্রিলিউড টু ফাউন্ডেশন, যা কিনা, নামটি শুনেই বােঝা যাচ্ছে, ফাউন্ডেশনের আগের কাহিনী । এই সিকোয়েল আর প্রিকোয়েলগুলাে লেখার মাঝখানে আসিমভ ফাউন্ডেশন সিরিজের সঙ্গে তার আরাে অনেকগুলাে সিরিজ যুক্ত করে নিজের সবচেয়ে বিখ্যাত রচনাগুলাের জন্যে একটি একক সম্মিলিত মহাবিশ্ব তৈরি করেন।
Read More