'দিনেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ : সম্পর্কের খতিয়ান' বইয়ের ফ্লপের লেখা ‘আমার সকল গানের ভাণ্ডারী’ অভিধায়, সেই দিনেন্দ্রনাথ ঠাকুরকে আজ আমরা অনেকেই শুধু নামে চিনি। সে-চেনাও যে কত আংশিক তা ধরা পড়ে যখন শােভন সােমের মতাে কোনও অনুসন্ধানী গবেষক মনে করিয়ে দেন যে, এই ‘দিনেন্দ্রনাথ’ নামটিও তাঁর আসল নাম নয়, তাঁর স্বনাম ভিন্ন। বস্তুত, শুধু স্বনামেই নয়, দিনেন্দ্রনাথকে স্বগৌরবে চিনিয়ে দিতেই এই বিপুল পরিশ্রমসাধ্য তথ্যভিত্তিক গ্রন্থ। এখানে একদিকে দিনেন্দ্রনাথের কৌতূহলকর জীবনকথা, তাঁর সঙ্গ থেকে নিঃসঙ্গতায় নিক্ষিপ্ত হবার করুণ ইতিহাস, স্বরবিতানের সাম্রাজ্য থেকে ধীরে-ধীরে অপবাহিত হবার সদৃষ্টান্ত চাঞ্চল্যকর বিবরণ । অন্যদিকে, জীবনী, চিঠিপত্র, পত্রপত্রিকা ও স্মৃতিসাক্ষ্য—এমনতর সমূহ উপাদান মন্থন করে নানান বিচিত্র ক্ষেত্রে রবীন্দ্রনাথ ও দিনেন্দ্রনাথের পারস্পরিক সম্পর্কের এক অসামান্য খতিয়ানও এই বইতে—যা কিনা নতুন আলােয় দেখতে সাহায্য করে এই দুই ব্যক্তিত্বকে । বহু বিস্মৃত, অগােচর, দুর্লভ ও অভাবিত তথ্যে সমৃদ্ধ এই বই রবীন্দ্রচর্চার ক্ষেত্রে এক অপরিহার্য সংযােজন। সূচি প্রথম অধ্যায়: আদিষ্ট নামকরণ ................১১ দ্বিতীয় অধ্যায়: দীনেন্দ্রনাথ থেকে দিনেন্দ্রনাথ .........................২৩ তৃতীয় অধ্যায়: রবিবাবুর গান থেকে রবীন্দ্রসঙ্গীত’ ...................২৭ চতুর্থ অধ্যায়: শান্তিনিকেতন ও দিনেন্দ্রনাথ .....................৪৮ পঞ্চম অধ্যায়: পারিবারিকতা ও আত্মীয়তা .........................১৪৪ ষষ্ঠ অধ্যায়: দিনেন্দ্রনাথ-কৃত স্বরলিপি ও বিশ্বভারতী ................১৬১ তথ্যপঞ্জী ...............................১৮০
জন্ম : ১৯৩২ শিলচর। পঞ্চাশের শুরুতে কবিতা, দেশ, কৃত্তিবাস, পূর্বাশা, পরিচয় প্রভৃতি পত্রিকায় কবি হিসেবে আত্মপ্রকাশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম. এ., রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি. লিট । শান্তিনিকতন-কলাভবনের স্নাতক ও প্রাক্তন অধ্যাপক । অধ্যাপক, শিল্প-ইতিহাস, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দেশবিদেশের সারস্বত প্রতিষ্ঠানে শিল্পকলা ও সংগীত বিষয়ে বক্তৃতা প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে বাংলায় দুটি কাব্যগ্রন্থ, একটি উপন্যাস, এবং সাতটি প্রবন্ধের বই ; হিন্দীতে শিল্পকলা বিষয়ক দুটি বই এবং ইংরেজিতে বাংলার লােকচিত্র বিষয়ক একটি বই । বাংলা প্রবন্ধের বইগুলির মধ্যে শেষ বই দুটি। আঠারাে-উনিশ শতকের কলকাতার শিল্প-সংস্কৃতি বিষয়ে ‘ওপেটি বাইস্কোপ' এবং রবীন্দ্রনাথের ছবি কবিতা গান নাটক ইত্যাদির আন্তসম্পর্ক নিয়ে ‘বিচিত্রের দূত। অতিথি-সম্পাদক রূপে সম্পাদনা করেছেন ‘ললিতকলা কন্টেমপােরারি ৩৬’ এবং দুটি বিশ্ববিদ্যালয় পত্রিকা। প্রিয় বিষয়, সংগীত শখ, বাংলা কাব্যগীতির ডিস্ক সংগ্রহ।