ফ্ল্যাপে লিখা কথা বাংলাদেশের কবি যশোপ্রার্থীর চেয়েও দ্রুত হারে বাড়ছে গান রচহয়িতার সংখ্যা। কিন্তু আজকাল কবিতার ক্ষেত্রে যেমন, তেমনি গান রচনায়ও যথাযথ প্রকরণ না জেনেই অনেকে চর্চা শুরু করেন। তাই অজস্র নবীন রচয়িতার মধ্যে শেষমেশ টিকে থাকেন তারাই যারা ,স্বভাবজাত প্রতিভাবলেই হোক আর পঠন-পাঠনের সূত্রেই হোক প্রাকরণিক বিশুদ্ধতা আয়ত্ত করতে পারেন। বাংলা ভাষায় কবিতার কলা কৌশল নিয়ে লেখা বই বলতে গেলেই নেই। থাকলেও সেসব এমন লেখকদের লেখা যারা নিজেরাই গান রচনায় ব্যর্থ হয়েছেন। এই পটভূমিতে মোহাম্মদ রফিকউজ্জামানের মত প্রতিভাধর গীতিকবির লেখা এই বইটি এক্ষেত্রে একটি শূন্যতা পূরণ করবে বলে আমদের দৃঢ় বিশ্বাস। এর কারণে মোহাম্মদ রফিকুজ্জামান নিজে এমন সব কালজয়ী গানের রচয়িতা যেগুলো কাব্য উপাদানের ব্যবহার বৈচিত্র্য উজ্জ্বল। ভাব এবং কথার চমৎকারিত্বও ভেস্তে যায় যদি কোন গান সঠিক প্রকরণে রচিত না হয়। আধুনিক কালেও গদ্যছন্দে রচিত কবিতাই ঙেযখানে স্বীকৃতি পাচ্ছে না, সেখানে যেনতেন প্রকারে গান রচনার অবকাশ নেই, কারণ গানের কথাকে তার বুকে ধারন করতে হয় অন্য এক অমোঘ উপাদান যার নাম সুর। প্রকরণের গোঁজামিল থাকা কোনো গানের সুর দেওয়া হলেও তা হয়ে উঠে হাস্যকর ও ক্ষণস্থায়ী। এছাড়া যথাযথ প্রকরণের সাথে কাব্যগুন না থাকলেও গানে টেকে না। নবীন রচয়িতাকে তাই জানতে হবে কী করে একটি গান কথা,সুর ও গায়কীর সম্মিলন হয়ে ওঠে কালজয়ী। যাদের বোধে এই উপলব্ধি কাজ করবে যে, কৌশৈল না জেনে কোনো গান রচনার হবে পণ্ডশ্রম, তাদের জন্য এই বইটি অবশ্যপাঠ্য। ----আবিদ আনোয়ার
সূচিপত্র * ভূমিকা * পূর্বকথা * গানের কবিতা কী * কাঠামো * মিল: অন্তমিল * ছন্দ * কাব্য ও কবি * রচনা কৌশল * অলঙ্কার * রস * আধুনিক কাব্য উপাদান * সুর প্রসঙ্গ * গানে ভুলশব্দ ও বাক্য ব্যবহারের উদাহারন * শুদ্ধতা
মােহাম্মদ রফিকুজ্জামান । জন্ম : ১১ ফেব্রুয়ারি ১৯৪৩। জন্মস্থান: মাতুলালয়, ফুরসুন্দি লক্ষ্মীপুর, ঝিনাইদহ। পিতা: মরহুম শাহাদাত আলী, মাতা: সাজেদা খাতুন। পৈতৃক নিবাস : খড়কী, যশাের সদর । শিক্ষা : বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ এম। পেশা : কবি, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা, মঞ্চ-বেতার-টিভি নাট্যকার, নির্দেশক ও অভিনেতা, আবৃত্তিকার, উপস্থাপক, সৌখিন চারুকলা শিল্পী ও কলামলেখক। পুরস্কার : জাতীয় পুরস্কার বাচসাস পুরস্কার, ডেইলী স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড প্রদত্ত আজীবন সম্মাননাসহ শতাধিক পুরস্কার ও সম্মান (দেশ-বিদেশে)। সংগঠন : প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ গীতিকবি সংসদ, প্রতিষ্ঠাতা মহাসচিব, বাংলাদেশ সংগীত পরিষদ, উপদেষ্টাবাংলাদেশ গণসংস্কৃতি পরিষদ। প্রকাশনা : কবিতা, গীতিকবিতা ও প্রবন্ধসহ মােট আটটি। পরিবার জীবন : স্ত্রী জিন্নাত আরা জামান, দুই কন্যা সানজিদা শারমিন জামান স্নিগ্ধা ও সাহানা শারমিন জামান পৃথা ।