"রহস্যে ঘেরা ইনকা সভ্যতা" বইটির সম্পর্কে কিছু কথা:
পৃথিবীর ইতিহাসে এমন কোনাে কোনাে জাতির আগমন ঘটেছে, যাদের শাসনপদ্ধতি, চিন্তা-চেতনা, নির্মাণশৈলী এবং সুশৃঙ্খল জীবনযাপন পদ্ধতি আমাদের মুগ্ধ করে রাখে। তেমনই এক বিস্ময় সৃষ্টিকারী জাতি ছিলাে ইনকা। দক্ষিণ আমেরিকা পার্বত্য অঞ্চল ইকুয়েডর থেকে বলিভিয়া পেরিয়ে চিলির উত্তর প্রান্ত জুড়ে ছড়িয়ে ছিলাে ইনকা জাতি। খ্রিস্টপূর্ব ৯০০০ সাল থেকে ইনকারা জোরেশােরে তাদের অস্তিত্ব প্রতিষ্ঠা করে। ১৫৩৩ সাল পর্যন্ত ৯০ জন ইনকা রাজার নাম পাওয়া যায়, তাদের মধ্যে ১৩ জন ছিলেন বীরত্ব, প্রজাকল্যাণ ও রাজ্যে সুশাসন প্রতিষ্ঠার জন্যে স্বনামখ্যাত। ইনকাদের সমগ্র রাজ্যে সাতশােটি ভাষা প্রচলিত ছিল। তবে রাজপরিবারের সদস্য, মন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মচারীরা কুয়েচুয়া ভাষায় কথা বলতাে। তবে ভাষার কোনাে লিপি ছিল না। তাই ইনকাদের লিখিত কোনাে বইপুস্তক পাওয়া যায়নি। ইনকা রাজ্যে কিশাের বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই কৃষিকাজ অথবা অন্য কোনাে উৎপাদনশীল কাজে ব্যস্ত থাকত। তারা লােহা ও চাকার ব্যবহার জানত না। লামা নামের পশু ছিল চলাচলের প্রধান মাধ্যম । প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল ছুঁয়ে দক্ষিণ দিকে যাতায়াতের জন্য ১৪ হাজার মাইল দীর্ঘ যে মহাসড়কটি ইনকারা নির্মাণ করেছিল, আজও তার অস্তিত্ব রয়েছে। পেরু, বলিভিয়া, চিলি এবং আশপাশের দেশগুলােতে ইনকারা এখনও টিকে আছে। সেই ইনকাদের উৎস থেকে নিরন্তর পর্যন্ত আলােচনা করা হয়েছে এ বইটিতে।
Read More