"গল্পে ও কবিতায় ইংলিশ গ্রামার" বইটির সম্পর্কে কিছু কথা:
ইতােমধ্যে প্রকাশিত আমার গল্পে ও কবিতায় Preposition” বইটি সবার কাছে এতটা জনপ্রিয় হবে, এতগুলাে SMS/Phone পাবাে, তা কখনােই কল্পনা করিনি। খুবই আনন্দিত হলাম, আমার প্রিয় ছাত্র এনজয় দাশ ইংরেজিকে সহজবােধ্য ও আনন্দদায়ক করার জন্য নতুনভাবে কিছু কবিতা লিখেছেন, যা সত্যিই প্রশংসার দাবিদার। এনজয়-কে উৎসাহিত করার জন্য আমার এই বইতে এনজয়ের কবিতাগুলাে সংযােজন করলাম। আশা করি, পাঠকরাও এনজয়ের কবিতাগুলাে সত্যিই Enjoy করবেন। এছাড়াও নাসরিন সুলতানার দুটি কবিতা এই বইতে সংযােজন করা হয়েছে, যা পাঠকদের উপকারে আসবে বলে আমার বিশ্বাস। একজন শিক্ষকের সফলতা তখনই; যখন একজন শিক্ষার্থী স্যারের ভালাে জিনিসগুলাে অনুসরণ করে, অনুকরণ করে এবং অনুপ্রাণিত হয়ে সৃজনশীল কাজ করে। আমি একজন শিক্ষক হিসেবে কতটুকু ভালাে বা সফলতা আমার মতাে ক্ষুদ্র একজন মানুষের পক্ষে মূল্যায়ন করা সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি, আমার ক্লাস করে বা বই পড়ে একজন শিক্ষার্থীও যদি সৃজনশীল কিছু করে বা আমার কৌশলগুলাে আরাে প্রাণবন্ত করার চেষ্টা করে তাহলেই আমি বলবাে, আমি একটু হলেও সফল । আমি যে ধারা তৈরি করার চেষ্টা করছি, ইংরেজি ভাষাকে সহজবােধ্য ও আনন্দময় করার জন্য, ভবিষ্যতে হয়তাে এর ধারাবাহিকতায় আরাে অনেক ভালাে লেখক সৃষ্টি হবে, অনেক ভালাে গল্প ও কবিতা তৈরি হবে, সে প্রত্যাশায় রইলাম। গল্প, কবিতা/ছন্দে বা অন্য কোন উপায়ে পাঠদানকে আনন্দদায়ক করার এমন ধারা আমার প্রিয় বাংলায় ছড়িয়ে পড়ক- এমন প্রত্যাশা প্রতিনিয়তই করছি। পরিশেষে, আমার আশাবাদ, সকল শ্রেণির পাঠক যদি বইটি পড়ে কিছু শিখতে পারেন, তাহলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল হবে। সকল শ্রেণির পাঠকসহ যারা SMS/Phone করে বইটি প্রকাশ করার জন্য উৎসাহ দিয়েছেন, তাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ধরনের বই যদি আরাে প্রকাশিত হয়, তাহলে এ ধারার পথিকৃৎ হিসেবে আমি নিজেকে ধন্য মনে করব।
Read More