তাঁহার জন্ম ২৮ সেপ্টেম্বর ১৯৩৯, বাংলাদেশের বরিশালে।শিক্ষা : স্কটিশ চার্চ কলেজ, প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পেশায় ছিলেন ইতিহাসের অধ্যাপক। কিন্তু তাঁর চর্চার বিষয় প্রধানত ভাষা, অভিধান, কবিতা ও সংগীত। ‘আধুনিক বাংলা প্রয়োগ অভিধান’ প্রথম প্রকাশিত হয় ১৯৮৪ সালে। অন্যান্য গ্রন্থের মধ্যে আছে ‘বাংলাভাষা চর্চা’, ‘ভাষা সাহিত্য শৈলী’,‘বাংলা উচ্চারণ অভিধান’, ‘বাগ্ধারা অভিধান’, ‘বিদেশী নামের উচ্চারণ অভিধান’ প্রভৃতি।
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সদস্য এবং সাহিত্য সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য। তাঁর ‘আধুনিক বাংলা প্রয়োগ অভিধান’ বইটির জন্য ১৯৮৪ সালে পান আনন্দ পুরস্কার। অভিধান ও ভাষাচর্চা ছাড়া তাঁর নেশা কবিতা, সংগীত আর পাখি।