Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Pablo Neruda books

followers

পাবলো নেরুদা

পাবলাে নেরুদা বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী লেখক পাবলাে নেরুদা ১৯০৪ সালের ১২ জুলাই লাতিন আমেরিকার সুদূর চিলিতে এক রেল-শ্রমিক ও স্কুল-শিক্ষিকার ঘরে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম নেফতালি রিকার্দো রেয়েস বাসােয়ালতাে। কৈশােরে তিনি পাবলাে নেরুদা’ ছদ্মনামটি গ্রহণ করেন। কারণ ছিল দুটি- এটা সে যুগের জনপ্রিয় রীতি; আর দ্বিতীয়ত, এই নামের আড়ালে কবিতাগুলি নিজের পিতার কাছ থেকে তিনি লুকিয়ে রাখতেন। কবিতা লিখে অল্প বয়সেই খ্যাতি অর্জন করেন। কিন্তু পরে এক বিচিত্র-জটিল ও বর্ণাঢ্য জীবনযাপনে প্রবৃত্ত হয়ে পড়েন। রাজনীতিতে যুক্ত হয়ে একসময় হয়ে যান বড় রাজনীতিবিদও।। অন্যায় ও হিংসার বিরুদ্ধে, মানুষের সামাজিক ও আত্মিক বন্দিদশার প্রতিবাদে সারাজীবন সংগ্রাম করেছেন। স্পেনের গৃহযুদ্ধ শুরু হলে প্রজাতন্ত্রী দেশপ্রেমিকদের সঙ্গে অস্ত্র হাতে নিয়েছেন। স্প্যানিস শরণার্থীদের জন্যে লাতিন আমেরিকায় সাহায্য-তহবিল সংগঠিত করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বছরগুলিতে মেক্সিকোর রাস্তায় দেয়ালে-দেয়ালে স্তালিনগ্রাদ-বিষয়ে নিজ কবিতার অনুলিপি সেঁটে বেড়িয়েছেন। সালভাদোর আলিন্দের প্রেসিডেন্ট পদে নির্বাচন সুনিশ্চিত করার জন্যে তিনি নিজের নামও প্রত্যাহার করে নিয়েছিলেন। কবিতায় ইউরােপীয় স্যুররিয়েলিজম, সিম্বলিজম ও বাস্তববাদের বিচিত্র প্রভাবের মিশ্রণ ঘটিয়েছেন তিনি। লিখেছেন পরাবাস্তববাদী কবিতা, ঐতিহাসিক মহাকাব্য, প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার। এমনকি কামােদ্দীপনামূলক কবিতার সংকলন টোয়েন্টি পােয়েমস অফ লাভ অ্যান্ড আ সং অফ ডেসপায়ার-এর মতাে গ্রন্থও লিখেছেন। ১৯৭১ সালে তাঁকে সাহিত্যে নােবেল পুরস্কারে ভূষিত করা হয়। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস একদা নেরুদাকে ‘বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি’ বলে বর্ণনা করেছেন। চে গুয়েভারা ১৭ বছর বয়সে নাকি তাঁর প্রথম প্রেমিকাকে নেরুদার কবিতা শুনিয়েছিলেন। তারপর সারা জীবন ধরে তাঁর লেখা সঙ্গে নিয়ে ঘুরেছেন। ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

পাবলো নেরুদা এর বই সমূহ

(Showing 1 to 22 of 22 items)

Recently Viewed