Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Md. Shidur Rahman books

follower

ড. মো. শহীদুর রহমান

ড. মাে. শহীদুর রহমানের জন্ম ১৯৫১ সালে বর্তমান গাইবান্ধা জেলার কড়াইবাড়ী গ্রামে। পিতা আলহাজ্ব হাফিজ উদ্দীন আহমদ এবং মাতা মােছাম্মৎ হালিমা খাতন। ড. শহীদ এস, এস, সি ১৯৬৭, এইচ, এস, সি ১৯৬৯, বি এ. অনার্স সহ এম, এ যথাক্রমে ১৯৭৪ ও ১৯৭৫ এবং পিএইচ. ডি. ডিগ্রী অর্জন করেন ১৯৯৪ সালে। ড, শহীদ শিক্ষকতা জীবন শুরু করেন ঢাকার সিদ্ধেশরী ডিগ্রী কলেজে। সেখান থেকে ঢাকার মিরপুর কলেজে যােগদান করেন ১৯৮১ সালে। দীর্ঘদিন মিরপুর কলেজে শিক্ষকতা করে ঢাকার জয়পাড়া কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হন। এর পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপকের পদে যােগদান করনে ১৯৯৬ সালে এবং তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকলাের বিভাগে অধ্যাপক পদে কর্মরত আছেন। বাংলা সাহিত্যে দীর্ঘদিন শ্রম ও নিষ্ঠার অপূর্ব স্বাক্ষর রেখে চলেছেন ড. শহীদ। কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাস্তরের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকতা করার গৌরবের অধিকারী তিনি। শিক্ষকতার পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন সুচারুভাবে। দেশে ও দেশের বাইরে একাধিক বিশ্ববিদ্যালয় ও বিদ্যায়তনিক সংস্থায় আমন্ত্রিত বক্তৃতা প্রদান করেছেন বহুবার । জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালায় নিয়মিত অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছেন। তিনি প্রায় তিন যুগ ধরে কবিতা ও গান লিখছেন। তিনি বাংলাদেশ বেতারের একজন স্থায়ী গীতিকার। দেশি-বিদেশী বিভিন্ন গবেষণা পত্রিকায় তাঁর অর্ধশত প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রকাশের অপেক্ষায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘নিষিদ্ধ পল্লীর কন্যা। এছাড়াও তাঁর উল্লেখযােগ্য প্রকাশিত গ্রন্থ: (১) ময়মনসিংহ গীতিকায় নারী চরিত্র, (২), বাংলা সাহিত্যে লােকঐতিহ্যের প্রভাব, (৩) ময়মনসিংহ-গীতিকায় ঐতিহ্য ও আধুনিকতা, (৪) বাংলা সাহিত্যের নানা প্রসঙ্গ, (৫) দৃষ্টির ভিন্নভঙ্গী, (৬) চেতনার ভিন্ন আলােকে নজরুল, (৭) ময়মনসিংহ গীতিকায় সৌন্দর্য দর্শন।

ড. মো. শহীদুর রহমান এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed