Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Hasan Hafizur Rahman books

followers

হাসান হাফিজুর রহমান

হাসান হাফিজুর রহমান বাংলাদেশের একজন বিখ্যাত কবি, সাহিত্যিক, সমালোচক এবং সাংবাদিক। তিনি ১৯৩২ সালের ১৪ জুন জামালপুরে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ইসলামপুর থানার কুলকান্দি গ্রামে। তিনি ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক এবং ১৯৫৫ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন। হাসান হাফিজুর রহমানের পেশাগত জীবন নান্দনিক এবং বৈচিত্রতায় পরিপূর্ণ। বেগম পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে সাংবাদিক জীবন শুরু করেন। এরপর একাধারে সওগাত, ইত্তেহাদ, পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের দৈনিক বাংলা পত্রিকায় কর্মরত ছিলেন। এর মাঝে জগন্নাথ কলেজে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনাও করেন। তিনি বিভিন্ন প্রেস কাউন্সিল, লেখক সংঘ এবং সাহিত্য-সংস্কৃতির মননশীল শাখায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শৈশবকাল থেকেই হাসান হাফিজুর রহমান সাহিত্যচর্চায় মননিবেশ করেন। ১৯৪৬ সালে স্কুলে পড়াকালে তার প্রথম রচিত একটি ছোটগল্প সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। ১৯৪৯ সালে তার রচিত প্রথম কবিতা সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয়। তার রচিত যুগান্তকারী কবিতা ‘অমর একুশে’। হাসান হাফিজুর রহমান এর কবিতাগুলো ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। তার রচিত কবিতা ‘কাব্যসমগ্র’ গ্রন্থে সংকলিত হয়েছে। ১৯৫৩ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন গ্রন্থ ‘একুশে ফেব্রুয়ারি’। হাসান হাফিজুর রহমান এর বই সমূহ এর মধ্যে রয়েছে বিমুখ প্রান্তর, আধুনিক কবি ও কবিতা, সীমান্ত শিবিরে, আর্ত শব্দাবলী, আরো দুটি মৃত্যু, মূল্যবোধের জন্যে, যখন উদ্যত সঙ্গীন, সাহিত্য প্রসঙ্গ, দক্ষিণের জানালা, প্রতিবিম্ব, শোকার্ত তরবারী ইত্যাদি। হাসান হাফিজুর রহমান এর বই সমগ্র এর মধ্যে উল্লেখযোগ্য তার সম্পাদনায় প্রকাশিত ১৬ খন্ডে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র (১৯৮২-৮৩) গ্রন্থাবলী। এছাড়াও তিনি ‘হোমারের ওডিসি’ অনুবাদ করেছেন। সাহিত্য ও সামাজিক ক্ষেত্রে অবদানস্বরূপ হাসান হাফিজুর রহমান অর্জন করেছেন নানা পুরস্কার। যেমন: ‘পাকিস্তান লেখক সংঘ পুরস্কার’ ও ‘আদমজী পুরস্কার’ (১৯৬৭), ‘বাংলা একাডেমি পুরস্কার’ (১৯৭১), ‘সুফী মোতাহার হোসেন স্মৃতি পুরস্কার’ (১৯৭৬), ‘সওগাত সাহিত্য পুরস্কার’ ও ‘নাসিরউদ্দীন স্বর্ণ পদক’ (১৯৮২), ‘একুশে পদক’ (মরণোত্তর, ১৯৮৪), ‘স্বাধীনতা সাহিত্য পুরস্কার’ (মরণোত্তর,২০০২) ইত্যাদি।

হাসান হাফিজুর রহমান এর বই সমূহ

(Showing 1 to 35 of 35 items)

Recently Viewed