Sort

Filter

Clear All

Categories

Publishers

Price

Discount

Ratings

Shahid Akhondo books

শহীদ আখন্দ

ময়মনসিংহের নান্দাইলে ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের বরেণ্য সাহিত্যিক, ঔপন্যাসিক এবং অনুবাদক শহীদ আখন্দ। লেখালেখি শুরু করেন বাংলা বিভাগের দুই দশক পর হতে, অর্থাৎ ষাটের দশকে। ১৯৬৪ সালে প্রকাশ পায় তার প্রথম উপন্যাস ‘পান্না হলো সবুজ’। এরপর ১৯৭০ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় উপন্যাস ‘পাখির গান বনের ছায়া’। এই উপন্যাসের বিষয়বস্তু ছিলো মধ্যবিত্ত জীবনের উপাখ্যান। এরপর ১৯৭০ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় উপন্যাস ‘পাখির গান বনের ছায়া’। শহীদ আখন্দ একজন বহুমাত্রিক লেখক ছিলেন, এবং এর প্রমাণ পাওয়া যায় তার সৃষ্ট সাহিত্যকর্ম পর্যবেক্ষণ করলে। তার লেখায় এপার-ওপার বাংলার সাধারণ জীবনযাত্রার একটি সূক্ষ্ম চিত্র ফুটে উঠতে দেখা যায়। এছাড়াও তিনি লিখেছেন ভিন্ন ভিন্ন বিষয়বস্তু নিয়ে। শহীদ আখন্দ এর বই সমগ্র এর মাঝে তাই আমরা খুঁজে পাই মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, প্রবন্ধ, ইসলামিক ইতিহাস, কিশোর উপন্যাস, ক্লাসিক অনুবাদগ্রন্থ ইত্যাদি। অর্থাৎ সাহিত্যের প্রায় সকল ক্ষেত্রেই তিনি ছাপ রেখে চলেছেন। শহীদ আখন্দ এর বই সমূহ হলো ‘দূরে, বহুদূরে’, ‘ভালমন্দ ভালবাসা’, ‘একাত্তরের কালবেলায়’, ‘সেই ভালো’, ‘বসতি’, ‘কাকাদীন ও বিজো পাওয়ার’, ‘নষ্ট পদ্য’, ‘স্বপ্নের হাসি কান্না’, ‘সম্রাট আওরঙ্গজেব: নিঃসঙ্গ রাজর্ষি’, ‘সিরাতে রাসুলুল্লাহ (সা.)’, ‘গল্প লেখার কারুকলা’। এছাড়াও তিনি কিছু বিখ্যাত কিশোর ক্লাসিক অনুবাদ করেছেন। ২০০৮ সালে তার উপন্যাস ‘ভেতরের মানুষ’ নাটক রূপে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় প্রাচারিত হয়েছিলো। ২০০৯ সালের দিকে এ গুণী লেখক দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। বর্তমানে তিনি রাজধানী ঢাকাতে বসবাস করছেন।

শহীদ আখন্দ এর বই সমূহ

(Showing 1 to 34 of 34 books)