Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Ashoke Mukkopadhyay books

follower

অশোক মুখোপাধ্যায়

আধুনিক বাংলা থিয়েটারের এক পুরোধা পুরুষ অশোক মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন ১৯৪০-এ উত্তর কলকাতার বনেদি পাড়া শোভাবাজারে। ইংরেজি ভাষা ও সাহিত্যের কৃতী ছাত্র, অধ্যাপনা করেছেন কল্যাণী ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। পড়িয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য, নাটক এবং গণজ্ঞাপন বিদ্যা। নাট্যশীলন তাঁর সৃজনী সত্ত্বা বিকাশের ক্ষেত্র হিসাবে খুঁজে নিয়েছেন থিয়েটারকে। ১৯৬০-এ অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত নান্দীকারে যোগ দেন তিনি। ১৯৬৬ তে কয়েকজন সহকর্মীর সঙ্গে নান্দীকার ছেড়ে এসে তৈরি করেন থিয়েটার ওয়ার্কশপ। তাঁর অভিনয়ের বিকাশ যেমন ঘটেছে রাজরক্ত, চাকভাঙা মধু, নরক গুলজার, শোয়াইক গেল যুদ্ধে, গালিলেওর জীবন, বিসর্জন, বেড়া, সদাগরের নৌকো, পালিয়ে বেড়ায়, অন্ধযুগের মানুষ, কাশ্মীর প্রিন্সেস, মাটির গভীরে, মুছে যাওয়া দিনগুলি, কুশীলব, দীর্ঘ দিন দগ্ধ রাত প্রভৃতি বহু নাটকে, তেমনি তাঁর নির্দেশনার স্পর্শে উজ্জ্বল হয়ে আছে বেলা অবেলার গল্প, আলিবাবা, বেড়া, একা এবং একা, পোকা, ম্যাকবেথা অন্ধযুগের মানুষ সহ বহু থিয়েটার ওয়ার্কশপ প্রযোজনা পশ্চিমবঙ্গ সরকার প্রযোজিত শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা নাটক দুঃসময় বা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রযোজিত রবীন্দ্রনাথের চিরকুমার সভা স্মরণীয় হয়ে আছে তাঁর নির্দেশনার গুণে। অভিনয়-নির্দেশনা ছাড়াও নাটক রচনা, অনুবাদ-রূপান্তরের বহু উচ্চমানের সৃষ্টি এসেছেতাঁর কলম থেকে। থিয়েটার বিষয়ে তাঁর প্রবন্ধ সংকলনগুলিও আজ নাটকের ছাত্রদের অবশ্য-পাঠ্য তালিকায়। ভারতের সমস্ত নাট্যকেন্দ্র এবং ইয়োরোপ ও আমেরিকার বহু শহরেও গেছেন অশোক মুখোপাথ্যায়, অংশ নিয়েছেন অভিনয়, প্রযোজনা, শিক্ষণ ও আলোচনার কাজে। সম্পাদনা করেছেন। নাট্যপত্রিকা। তবু আজও অক্লান্ত এই সত্তোরোর্ধ যুবক। কথা বলতে ভালোবাসেন আগামী স্বপ্নগুলির বিষয়ে, পিছনে ফেলে আসা সাফল্য বিষয়ে নয়। তাই বোধহয় এখনও এমন সৃষ্টিশীল ও সম্ভাবনাময় থাকতে পেরেছেন

অশোক মুখোপাধ্যায় এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed