প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কিশোর রায়
যশোর জেলার অভয়নগর উপজেলার আন্ধা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন সুপরিচিত আয়ুর্বেদিক চিকিৎসক এবং মাতা গৃহিণী। গ্রামের আন্ধা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে মাধ্যমিকে এবং স্থানীয় মশিয়াহাটী ডিগ্রি কলেজ থেকে ২০০০ সালে উচ্চমাধ্যমিকে কৃতকার্য হয়ে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বরাবর বাণিজ্য বিভাগের ছাত্র হলেও স্কুলজীবন থেকেই সাহিত্য-রসে সিক্ত এবং ধীরে ধীরে হয়েছেন আসক্ত। মার্কেটিং-এ বিবিএ ও এমবিএ সম্পন্ন করে ২০০৮ সালে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এ চাকরিতে যোগদান করেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে এফএভিপি ও শাখা প্রধান হিসেবে কর্মরত। কর্মক্ষেত্রে করপোরেট জগতের বাসিন্দা হলেও কাব্যপ্রেমিক হিসেবে নিয়মিত কবিতা লেখেন। কবিতার সাথে সাথে তিনি যে গদ্যশৈলীতেও পারঙ্গম এ বই তার প্রমাণ। পেশাগত পরিমণ্ডলের পাশাপাশি তিনি সাহিত্য-সাংস্কৃতিক এবং বিবিধ সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়। ব্যক্তিগত জীবনে লেখক এক সন্তানের জনক। সহধর্মিণী শর্বরী মন্ডল এবং পুত্র রঙিন রায় কুশ।