প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মাছুমা টফি একা
মাছুমা টফি একা ২৯ এপ্রিল ময়মনসিংহ সদরের চৌরঙ্গির মােড়ে জন্ম গ্রহণ করেন। পাঁচ ভাই বােনের মাঝে তিনি চতুর্থ। বাবা ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক এবং মা ডা. রেহেনা বিনতে হক বৈজ্ঞানীক কর্মকর্তা। ছিলেন। মাছমা টফি একা ময়মনসিংহ ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজ থেকে ইন্টার মিডিয়েট, টঙ্গী সরকারী কলেজ থেকে স্নাতক এবং আনন্দ মােহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে এম.এ. পাশ করেন। পাশাপাশা তিনি সিভিল ইঞ্জিনীয়ারিংও পাশ করেন। শৈশব থেকেই আবৃত্তি ও বই পড়ার নেশা থেকে এবং শিক্ষকদের উৎসাহে তিনি লেখালেখি শুরু করেন। যুক্ত আছেন ঢাকা, ময়মনসিংহ এবং সিলেটের বিভিন্ন সংগঠনের সাথে। তাঁর লেখা টুকটুকির ভালাে বাবা' বইটির জন্য তিনি বৈশাখি সাহিত্য সম্মাননা পান। তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থ সমূহ: ‘প্রেম যেন এক স্মৃতিময় নির্যাস’, ‘তােমার জন্মদিনে', 'হৃদয় পাড়ের ছেলে’, ‘মেঘ বালিকার প্রেম’, ‘টুকটুকির ভালাে বাবা’, ‘শুভ্রর বন্ধু পুটিয়া কুমার'।