ফ্ল্যাপে লিখা কথা তরুণ রম্য লেখক এন আই মানিক এর জন্ম ১৯৮৫ সালের ১০ জুলাই নোয়াখলী জেলার চাটখালি থানার ৮ নং নোয়াখোলা ইউনিয়নের কড়িহাটি গ্রামে। বাবা পিতা নূর মোহাম্মদ, মা ফাতেমা বেগম। এন আই মানিক সংবাদপত্রে যেমন জনপ্রিয় তেমনি ব্লগেও তিনি সমান জনপ্রিয়। খোলেখির শুরু স্কুল জীবন থেকে। প্রকাশিত প্রথম লেথা দৈনিক প্রথম আলোর সাপ্তাহিক ম্যাগাজিন ছুটির দিনে। লেখালেখিটা তখন তার নেশায় পরিণত হয়, সপ্তাহজুলে ক্লাস ফাঁকি দিয়ে রম্য লেখা লিখে পোস্ট অফিসে গিয়ে হলুদ খামে নিয়মিত লেখা পাঠাতে থাকেন দৈনিকগুলোতে। কড়িহাটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চাটখালি পাঁচগাও মাহবুব সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করে পড়ালেখার পাশাপাশি রম্য লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে লেখক ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে রম্য লেখক হিসেবে নিজেকে মেলে ধনেন তিনি। দৈনিক প্রথম আলোর ফান ম্যাগাজিন আলপিন, দৈনিক যুগান্তরের বিচ্ছু, দৈনিক নয়াদিগন্ত থেরাপি, দৈনিক আমার দেশ-এর ভিমরুল সহ আরো কয়েকটি পত্রিকার ফান মাগাজিনে কার্টুন আইডিয়াসহ রম্য লেখা লিখতেন। এক সময় শখ থেকে শুরু হওয়া লেখালেখি এখন তার পেশায় পরিণত হয়েছে, বর্তমানে তিনি দৈনিক আমার দেশ এর রম্য মাগ্যাজিন ভিমরুলের বিভাগীয় সম্পাদক হিসেবে কর্মরত আছেন। পাঠকদের মুখো হাসি ধরে রাখার জন্য তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আরও মজার মজার লেখা উপহার দিতে চান। -শামস বিশ্বাস