ফসল ও শাক-সবজি, ফুল-ফল চাষ বিষয়ক বই সমূহ (28 Products)

By: Rokomari.com 26 May 2019

বাংলাদেশ নাতিশীতষ্ণু আবহাওয়া এবং সমভাবাপন্ন জলবায়ুর অঞ্চল হওয়ার কারণে এদেশের মাটি কৃষিকাজের জন্য খুবই উৎকৃষ্ট। আর তাই এদেশে মাইলের পর মাইল জমিতে ফসল ও শাক-সবজির চাষ হতে দেখা যায়। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও আমাদের ফসল ও শাক-সবজি রপ্তানি হয়। আমাদের দেশের কৃষকেরা উন্নত বিশ্বের কৃষকদের মতো উচ্চ শিক্ষিত এবং কৃষিকাজে অতোটা ট্রেনিং প্রাপ্ত নয় বলে কৃষিকাজে উৎপাদন সবসময় লক্ষমাত্রার সমান হয় না। আবার ফসল ও শাক-শবজির বিভিন্ন রোগ সনাক্ত করতে না পারা ও পোঁকার আক্রমণ ঠেকাতে না পারার জন্য অনেক ফসল নষ্ট হয়। এ সকল সমস্যা এড়াতে বিভিন্ন কৃষিবিদদের লেখা ফসল ও শাক-সবজি চাষ এর বই সমূহ ব্যাপক ভূমিকা পালন করে থাকে। লেখকগণ চর্চা ও গবেষণার মাধ্যমে ফসল ও শাক-সবজি চাষ বিষয়ক বই সমূহ লিখে থাকেন। যার ফলে কিভাবে ফসল ও শাক-সবজি উৎপাদন আরও বৃদ্ধি পাবে, কিভাবে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যাবে, কিভাবে পোঁকার উপদ্রব কমানো যাবে এবং কোন মৌসুমে কোন ফসল চাষ করলে ভাল ফলন পাওয়া যাবে এসবকিছু সম্পর্কে ভাল ধারণা পাওয়া যায়। কৃষক ও সৌখিন লোকদের কথা মাথায় রেখে রকমারি ডট কম প্রতিনিয়তই তাদের ওয়েবসাইটে ফসল ও শাক-সবজি চাষ এর বই সমূহের তালিকা প্রণয়ন ও বিপননের ব্যবস্থা করে থাকে। আর তাই ফসল ও শাক-সবজি চাষ বিষয়ক বই সমগ্র থেকে সেরা বইটি খুঁজে নিতে পাঠকগণ সাবার আগে রকমারিতেই চোখ রাখে।

  • Sort By:

Recently Viewed