মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ, কবিতা, ও ছোটগল্প (43 Products)

By: Md. Shazzadur Rahman 23 Dec 2019

মুক্তির জন্য যে যুদ্ধ তাই হল মুক্তিযুদ্ধ। আমাদের দেশও মুক্তিযুদ্ধের মাধ্যমে উদিত হওয়া এক দেশ। প্রায় ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের মুক্তিযোদ্ধা ছেলেমেয়েরা পাকিস্তানীদের থাবা থেকে ছিনিয়ে এনেছে আমাদের এই সোনার বাংলা। আজ থেকে ঠিক সাতচল্লিশ বছর আগে আমাদের এই দেশ স্বাধীনতা অর্জন করে। কিন্তু কতশত ত্যাগ-তিতিক্ষা, অত্যাচার, অনাচার আর প্রাণের বিনিময়ে এই দেশ যে মুক্ত হয়েছে তা আমরা কমবেশি সবাই জেনেছি বা শুনেছি। এখনকার প্রজন্ম হিসাবে আমরা কেউই নিজ চোখে অথবা নিজে ওই সময়টায় উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের অস্তিত্ব টের পায় নি। কেউ হয়তো শুনেছে সেই ভয়াবহ সময় অতিবাহিত করে আসা পরিবারের কোন বয়স্ক ব্যক্তির কাছে, অথবা কোন মুক্তিযোদ্ধার বলা গল্প থেকে যে কিনা নিজের প্রাণ বাজি রেখে যুদ্ধ করে গর্বের সাথে ফিরে এসেছেন নিজের মাতৃভূমি স্বাধীন করে, অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ, মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা, মুক্তিযুদ্ধের ছোটগল্প থেকে। তবে এসব প্রবন্ধ, কবিতা ও ছোটগল্প আমাদের নিয়ে যেতে পারে একাত্তোরের সেইদিনগুলোতে যে দিনগুলোর কথা আমাদের কল্পনা করতে হলেও আঁতকে উঠব বারবার; আর যখন আরও গভীরভাবে জানতে পারব যে ঠিক কতকত বিসর্জন এনে দিয়েছে আমাদের আজকের বাংলাদেশ, তখন গর্বে আমাদের মন ভরে উঠবে যে, আমরা এমন এক স্বাধীন দেশে জন্ম নেয়া মানুষ এবং আমাদের মধ্যে জন্ম নেমে দেশকে ভালোবাসার এবং দেশকে ভালো রাখার নতুন কিছু অঙ্গীকার।

  • Sort By:

Recently Viewed