বাণিজ্য মেলা ২০২৫ঃ
শুরু হয়েছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫, চলবে ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত । ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পণ্যগুলো সহজে ঘরে বসে উপভোগ করার জন্য Rokomari.com নিয়ে এসেছে বাংলাদেশে প্রথম “অনলাইন বাণিজ্য মেলা ২০২৫” । এই Online Banijjo Mela চলবে 31শে জানুয়ারী 2025 পর্যন্ত। মেলায় এক লাখের বেশি দেশি-বিদেশি পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়, অনলাইন ইভেন্টে ১০০ এরও বেশি Bundle Deal, Buy1 get1, এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি শিপিং সুবিধা পাবেন। বই, ইলেকট্রনিক্স, গ্যাজেট, স্টেশনারি, ফ্যাশন, রান্নাঘরের যন্ত্রপাতি, স্বাস্থ্য এবং সৌন্দর্যপণ্য এবং আরও অনেক কিছু আরামে অর্ডার করুন বাড়িতে বসে Online Banijjo Mela রকমারি.কম থেকে।
অনলাইন বাণিজ্য মেলায় অফারকৃত ক্যাটাগরিসমূহঃ
শীতকালীন পণ্যঃশীতকালীন পণ্যে কম্ফোর্টার, রুম হিটার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, বিউটি ও পারসোনাল কেয়ার পণ্য সহ সাড়ে ৫ হাজার+ পণ্য পাওয়া যাচ্ছে রকমারি ডট কমে।
গ্রোসারি ও অর্গানিক পণ্যঃসাড়ে ৪ হাজার+ গ্রোসারি ও অর্গানিক পণ্যের সংগ্রহ থাকছে এই অনলাইন বাণিজ্য মেলাতে।
ইলেকট্রনিক্স এন্ড অ্যাপ্লায়েন্সঃ১৪ হাজার+ ইলেকট্রনিক্স এন্ড অ্যাপ্লায়েন্স পণ্য থেকে আপনার প্রয়োজনীয় পণ্যটি ঘরে বসেই কিনুন ৭৫% পর্যন্ত ছাড়ে। পাশাপাশি জিতে নিন বিভিন্ন অফার।
বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার পণ্যঃবিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার আইটেমের ১২ হাজার+ পণ্যের সমাহার রকমারি ডট কমে। সাথে ৭৫% পর্যন্ত ছাড় সহ 100+ Bundle Deal, Buy1 Get1 এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি শিপিং।
গ্যাজেট অ্যান্ড গিয়ার’সঃঅনলাইন বাণিজ্য মেলার অংশ হিসাবে সাড়ে ৪ হাজার+ গ্যাজেটস অ্যান্ড গিয়ার’স পাবেন রকমারি ডট কমে। ৭৫% পর্যন্ত ছাড় সহ থাকছে 100+ Bundle Deal, Buy1 Get1 অফার।
কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সঃএই অনলাইন বাণিজ্য মেলায় পাচ্ছেন সাড়ে ৫ হাজার+ কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স পণ্যের বিশাল সমাহার রকমারি ডট কমে। সাথে ৭৫% পর্যন্ত ছাড়, 100+ Bundle Deal, Buy1 Get1 এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি শিপিং।
এছাড়াও পাচ্ছেন, ১২ হাজার+ গৃহস্থালির যেকোনো ফার্নিচার আইটেম , ১ হাজার অটোমোটিভ ও বাইক এক্সেসরিজের পণ্যের সংগ্রহ, ১.৫ হাজার+ স্পোর্টস অ্যান্ড ফিটনেস আইটেম, ১৯ হাজার+ স্টেশনারি ও অফিস সরঞ্জাম, ১১ হাজার+ বেবি কেয়ার ও বেবি খেলনা আইটেম রকমারি ডট কমে। পাশা-পাশি ২ হাজার+ ইসলামি আইটেম পাচ্ছেন রকমারি.কম অনলাইন বাণিজ্য মেলাতে। সব ক্যাটেগরিতে থাকছে ৭৫% পর্যন্ত ছাড় সহ 100+ Bundle Deal, Buy1 Get1, নির্দিষ্ট পণ্যে ফ্রি শিপিং।
রকমারি.কম অনলাইন বাণিজ্য মেলা অফার এবং ছাড়ঃ
অনলাইন বাণিজ্য মেলা উপলক্ষে রকমারি.কম দিচ্ছে ৬০০+ ব্র্যান্ডের ১ লক্ষাধিক পণ্যে দারুণ ছাড় ও বিশেষ সুবিধা, চলবে সীমিত সময়ের জন্য। এখানে ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়, 100+ Bundle Deal, Buy1 Get1, নির্দিষ্ট পণ্যে ফ্রি শিপিং। । ঘরে বসেই মেলার সব পণ্য কেনার সুযোগ নিয়ে আপনার প্রিয় পণ্য পৌঁছে যাবে দোরগোড়ায়। এখনই সুযোগ লুফে নিন! রকমারি.কম অনলাইন বাণিজ্য মেলা চলবে ৩১ জানুয়ারী ২০২৫ পর্যন্ত।