প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই জানো, পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে যুগোপযোগী শিক্ষার কোনো বিকল্প নেই। আর এ লক্ষ্যেই ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’ তোমাদের জন্য নতুন শিক্ষাক্রম তৈরি করেছে। তোমাদের এই নতুন শিক্ষা পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘অভিজ্ঞতামূলক শিখন’ যেখানে নির্দিষ্ট যোগ্যতা অর্জনের দিকে লক্ষ্য রেখে শিখন কার্যক্রম পরিচালনা করা হবে। এই শিখন কার্যক্রমে বাংলা বিষয়ে তোমাদের জন্য মোট সাতটি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। যোগ্যতাগুলো হলো- (১) প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ (২) প্রমিত বাংলায় কথা বলতে পারা (৩) লেখা পড়ে এর বিষয়বস্তু এবং লেখকের দৃষ্টিভঙ্গি অনুধাবন করতে পারা (৪) ব্যাকরণ ও ভাষারীতি মেনে যথাযথভাবে লিখতে পারা (৫) নিজের পর্যবেক্ষণশক্তি ও যুক্তি ব্যবহার করে কোনো ঘটনাকে বিশ্লেষণ করতে পারা (৬) সাহিত্য বোঝা এবং সমাজ ও সংস্কৃতিকে উপলব্ধি ও তুলনা করতে পারা এবং (৭) ইতিবাচকভাবে অন্যের সমালোচনা করতে পারা ও নিজের সমালোচনা গ্রহণ করতে পারা। তোমরা যাতে ধীরে ধীরে এসব যোগ্যতা অর্জন করতে পারো, সে লক্ষ্যেই তোমাদের বইয়ের যাবতীয় শিখন অভিজ্ঞতা পরিকল্পনা করা হয়েছে। আর, উল্লিখিত অভীষ্ট লক্ষ্য অর্জনের কাজটিকে তোমাদের জন্য আরও সহজ করতে উদ্ভাস-এর পক্ষ থেকে নিয়ে এসেছি ‘প্যারালাল টেক্সট’ যা বোর্ড বইয়ের সহায়ক হিসেবে তোমাদের পথ চলাকে আরও মসৃণ করবে। বইটিকে আমরা এমনভাবে সাজিয়েছি যেন মূল পাঠ্যবই অনুধাবন করে পড়তে তোমাদের জন্য সুবিধা হয়। প্রতিটি অধ্যায়ের শুরুতে আমরা অধ্যায়টি থেকে কী শিখব তা সংক্ষেপে আলোচনা করা হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে বিবরণমূলক, প্রয়োগমূলক ইত্যাদি বিষয়ক লেখা আলোচনা আগে দিয়ে এরপর মূলপাঠ নিয়ে আলোচনা করা হয়েছে যাতে তোমরা মূলপাঠ পড়ার আগেই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাও। এছাড়া গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য প্রয়োজনীয় ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। ব্যাকরণ অংশকেও তোমাদের জন্য আরও সমৃদ্ধভাবে সাজানো হয়েছে। প্রতিটি টপিকের শেষে তোমাদের মূল বইয়ের আলোকে একক ও দলগত কাজের নমুনা সমাধান দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি টপিকের শেষে তোমাদের প্রস্তুতি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক সমস্যাবলি সংযোজন করা হয়েছে। এই সমস্যাগুলোকে MCQ, শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা যাচাই, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, বাম-ডান মিলানো সম্পর্কিত প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে। সর্বশেষে তোমাদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতিকে পূর্ণতা দেওয়ার জন্য প্রতিটি অধ্যায়ের শেষে দেওয়া হয়েছে উক্ত মূল্যায়নের আলোকে নমুনা ‘একক ও দলগত’ কাজ। অর্থাৎ, মূল বইয়ের পাশাপাশি উদ্ভাস-এর এই ‘প্যারালাল টেক্সট’ পড়ার মাধ্যমে তোমাদের এই নতুন পাঠ্যক্রমের সাথে তাল মিলিয়ে চলার পথ আরও সহজ হবে এবং তোমাদের বেসিক আরও শক্তিশালী হবে। আমাদের বিশ্বাস, জ্ঞান এবং মূল্যবোধের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর লেগে থাকা এবং চিন্তা করার দক্ষতা অর্জন করা প্রয়োজন। আমাদের ‘প্যারালাল টেক্সট’ বইটিকে আমরা এমনভাবে সাজিয়েছি যেন এই গুণগুলো একজন শিক্ষার্থীর মধ্যে তৈরি হতে পারে। আমরা আশা করছি, এই বইগুলো অধ্যয়নের মাধ্যমে তোমরা হয়ে উঠবে আগামী দিনের আলোকিত মানুষ। তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। উদ্ভাস একাডেমিক টিম