Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Allama Sir Abdullah Al-Mamun Suhrawardi books

follower

আল্লামা স্যার আবদুল্লাহ আল-মামুন সোহরাওয়ার্দি

Abdullah Al-Mamun Al-Suhrawardy, জন্ম ১৮৭০ সালে। ওবায়দুল্লাহ আল ওবায়দী সোহরাওয়ার্দির জ্যেষ্ঠ সন্তান তিনি। ছিলেন খুবই মেধাবী ছাত্র, আরবি, ইংলিশ ও দর্শন নিয়ে ১৮৯৮ সালে প্রথম হয়ে বিএ ডিগ্রি লাভ করেন। এমএ পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্থান পান। ব্যারিস্টারি পড়ার সময়ে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। লন্ডন প্যান- ইসলামিক সোসাইটির প্রতিষ্ঠাতা সেক্রেটারী ছিলেন। বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৩১ সালে স্যার উপাধিতে ভূষিত হন। Sayings of Muhammad (1905), Muslim Jurisprudence (1906), Outlines of the Historical Development of Muslim Law. তাঁর উল্লেখযোগ্য রচনা। তবে Sayings of Muhammad (1905) এর জন্য তিনি বিশ্বব্যাপী প্রশংসিত। তিনি ১৯৩৫ সালে মৃত্যুবরণ করেন। - অনুবাদক মুহাম্মদ ওহীদুল আলম (Muhammad Ohidul Alam)। জন্ম ১৯৫৪ সালে চট্টগ্রামে। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি ভাষা ও সাহিত্যে লেখাপড়া। ‘যমুনা অয়েল কোম্পানি লিমিটেড’-এর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। অবসরে অনুবাদকর্ম ও লেখালেখিতে নিমগ্ন। শিক্ষা-সাহিত্য-গবেষণা প্রতিষ্ঠান ‘কোর নলেজ ফাউন্ডেশন’-এর সাহিত্য পরিচালক। সম্পাদনা করেছেন লিটল ম্যাগাজিন কোর নলেজ ফাউণ্ডেশন পত্রিকা। পারিবারিক জীবনে স্ত্রী ও চার কন্যাসন্তান। অনূদিত গ্রন্থের মধ্যে রয়েছে: দি ডাচেস অব মালফি, মূল: জন ওয়েবস্টার, ২০০০; রুশদী, মূল: অধ্যক্ষ এ এ রেজাউল করিম চৌধুরি, ২০০৪; আল-কোরআন, চূড়ান্ত মো’জেজা : মূল: আহমদ দীদাত, ২০০৪; পবিত্র মদীনার সচিত্র ইতিহাস, মূল: শেখ সফিউর রহমান মোবারকপুরী, ২০০৫; ফাযায়েলে দোয়া, মূল: মুহাম্মদ আলী নকী খান ও আহমদ রেজা খান, ২০১১; আল্লাহর নবী (সা:) এর শিশু কিশোর সাহাবা, মূল: শেখ সফিউর রহমান মোবারকপুরী, ২০১২, উড়াও চেতনার কেতন, সম্পাদনা, ২০০৬, চট্টগ্রাম; ফেউড্রা, মূল: সেনেকা, ২০০৯, অ্যাডর্ন পাবলিকেশন, ঢাকা।

আল্লামা স্যার আবদুল্লাহ আল-মামুন সোহরাওয়ার্দি এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed