mega fest banner
bornomala bike

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Book Fair 2024 center banner image
Rashid Karim books

followers

রশীদ করীম

জন্ম : কলকাতা, ১৪ আগস্ট ১৯২৫। শিক্ষা : সেন্ট জেভিয়ার্স কলেজ ও ইসলামিয়া কলেজ, কলকাতা। পেশা : চাকরি। জেনারেল ম্যানেজার (অবসরপ্রাপ্ত), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। প্রকাশিত গ্রন্থ : উপন্যাস : উত্তম পুরুষ; আমার যত গ্লানি; প্রসন্ন পাষাণ; প্রেম একটি লাল গােলাপ; সাধারণ লােকের কাহিনী; একালের রূপকথা; শ্যামা; বড়ই নিঃসঙ্গ; মায়ের কাছে। যাচ্ছি; চিনি না; পদতলে রক্ত; লাঞ্চ বক্স । গল্প : প্রথম প্রেম। প্রবন্ধ : আর এক দৃষ্টিকোণ; অতীত হয় নৃতন পুনরায়; মনের গহনে তােমার মুরতিখানি।। স্মৃতিকথা : জীবন-মরণ । পুরস্কার : আদমজী পুরস্কার (১৯৬১); বাংলা একাডেমী পুরস্কার (১৯৭২); একুশে পদক (১৯৮৪); লেখিকা সংঘ পুরস্কার (১৯৯১); জনকণ্ঠ গুণীজন সম্মাননা (২০০১); কাজী। মাহবুবউল্লাহ-জেবুন্নেসা ট্রাস্ট পুরস্কার (২০০২)। ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত তিনি সওগাত, মােহাম্মদী, পূর্বাশা, নবযুগ, মিল্লাত প্রভৃতি পত্রিকায় গল্প লিখে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এই সময় তিনি অল-ইন্ডিয়া রেডিও’র কলকাতা। কেন্দ্র থেকে নিয়মিত গল্প ও কথিকা প্রচার করতেন । ১৯৪৫ সালের দিকে এসে লেখালেখি ছেড়ে দেন এবং ১৯৬১ সালে পুনরায় শুরু করেন। প্রথম উপন্যাস 'উত্তম পুরুষ লিখেই আদমজী। পুরস্কার লাভ করেন। স্বাধীনতা-পরবর্তীকালে মুক্তিযুদ্ধকে অবলম্বন করে আমার যত গ্লানি (১৯৭৩) উপন্যাস রচনা করেন । লিখেছেন অনেক তাৎপর্যময় প্রবন্ধ এবং স্মরণীয় গুটিকয় গল্প । ১৯৯২ সাল থেকে অসুস্থ হয়ে গৃহবন্দি জীবনযাপন করছেন। আবার রুদ্ধ হয়ে গেছে তার ক্ষুরধার কলম।

রশীদ করীম এর বই সমূহ

(Showing 1 to 20 of 20 items)

Recently Viewed