Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Rafiqul Alam books

followers

ড. রফিকুল আলম

লেখকের শিক্ষাজীবনের শুরু ১৯৫৬ সালে কুষ্টিয়ার চার্চ অফ বাংলাদেশ স্কুলে। কুষ্টিয়া জেলা স্কুল থেকে ১৯৬৫ সালে কৃতিত্বের সাথে বিজ্ঞান বিভাগে এস.এস.সি. পাশ এবং ১৯৭০ সালে চারুকলা ইনস্টিটিউট থেকে ড্রইং ও পেইন্টিং বিভাগ থেকে ক্রেডিটসহ বি.এফ.এ. পাশ। করেন। এম.এ.ইন ফাইন আর্টস ডিগ্রি লাভ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২। ফাইন আর্টস্হিস্ট্রি অফ আর্টস্'-এ পি-এইচ.ডি ডিগ্রি লাভ করেন। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩-তে। ১৯৯০ সালে জাপানের টোকিও ন্যাশনাল ইউনিভার্সিটি অফ। ফাইন আর্টস্ ও মিউজিকে পােস্ট ডক্টরাল গবেষণা। ১৯৭৫ সালে খুলনা টি.টি. কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবনের শুরু। এরপর ১৯৮৩ থেকে ১৯৮৮ পর্যন্ত খুলনা আর্ট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে যােগদান। ১৯৮৮ সালে চারুকলা ইনস্টিটিউটে আগমন। বর্তমানে ঐ বিভাগের প্রফেসর। ১৯৭২ সাল থেকে তিনি বাংলাদেশ বেতারের একজন রবীন্দ্রসংগীত শিল্পী। এ ছাড়া কম্পিউটারে সৃজনশীল চিত্রকলা নির্মাণে তিনি একজন পথিকৃৎ। বিশিষ্ট শিল্প সমালােচক। দেশে-বিদেশে বহু সেমিনারে গবেষণামূলক প্রবন্ধপাঠ ও প্রকাশ । প্রকাশিত গ্রন্থসমূহ হচ্ছে : উপমহাদেশের শিল্পকলা বাংলা একডেমী, ১৯৯৩; ২য় সংস্করণ মাওলা বাদার্স, ২০০৩; পাশ্চাত্য শিল্পের ইতিহাস বাংলা। একাডেমী, ১৯৯৪; ২য় সংস্করণ মাওলা ব্রাদার্স, ২০০৬; Folk Painting in Bangladesh বাংলা একাডেমী, ২০০১; বিশ্ব সভ্যতা ও শিল্পকলা বাংলা একাডেমী, ২০০১; কিউবিজম ও অনুষঙ্গ বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ২০০০। এ ছাড়া মৃৎশিল্প যুগে যুগে গ্রন্থটি বাংলা একাডেমী থেকে প্রকাশিতব্য।

ড. রফিকুল আলম এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed