Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Professor Dr. Mehmed Gormez books

followers

প্রফেসর ড. মেহমেদ গরমেজ

তুরস্কের প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. মেহমেদ গরমেজ একজন জীবন্ত কিংবদন্তী। তিনি একইসাথে একজন মুফাক্কির এবং উসূলবিদ আলেম। উসূলের উপর তাঁর মৌলিক চিন্তা-গবেষণা সকলের দৃষ্টি আকর্ষণ করে। উসূল শাস্ত্রের গবেষণায় তিনি অত্যন্ত যৌক্তিকভাবে ইসলামী জ্ঞানের পুনর্জাগরণ ও নতুল উসূল বিনির্মাণ করার বয়ানকে সামনে নিয়ে এসেছেন যা অন্যকেউ করতে সক্ষম হননি। ২০০৩ সাল ত্থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি Presidency of the Republic of Turkey Presidency of Religious Affairs এ সহ-সভাপতি ও সভাপতি হিসেবে দায়িত্ত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি উম্মাহর আলেমদের সাথে যোগাযোগ করেন এবং মুসলিম উম্মাহর জ্ঞানগত সমস্যা নিরসনে কিছু প্রজেক্ট হাতে নেন। যার পিছনে তিনি এখনো নিরলসভাবে শ্রম দিয়ে চলেছেন। এছাড়া তিনি অর্থনীতি, রাজনীতি, ইসলামী ঐক্যসহ বিভিন্ন বিষয়ের উপর গভীর অধ্যয়ন করে মূলনীতি প্রণয়ন করে চলেছেন। এ বইটি তার ক্ষুদ্র আভাস মাত্র। প্রফেসর ড. মেহমেদ গরমেজ ফিলিস্তিন , মিন্দানাও, মায়ানমার, কাশ্মির, বসনিয়া, চীনসহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের সংকট নিরসনে সরব ছিলেন। এবং এখনো বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে এ নিয়ে কথা বলে চলেছেন। একইসাথে তিনি বেশকিছু পদক্ষেপ বাস্তবায়নের জন্যও কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি তুরস্কের ইসলামী আন্দোলনের মহান নেতা প্রফেসর ড. নাজমুদ্দিন এরবাকানের সাথে দীর্ঘদিন কাজ করেন। এখন পর্যন্ত ইসলামী জীবনদর্শনের বিভিন্ন দিকের উপর তার ১০টি বই এবং অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি Institute of Islamic Thought এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রফেসর ড. মেহমেদ গরমেজ এর বই সমূহ

(Showing 1 to 6 of 6 items)

Recently Viewed